কোভিডের জন্য কি বাধ্য হয়ে বদলে ফেলতে হবে সিনেমার প্লট? উঠছে প্রশ্ন
এন্টারটেনমেন্ট ডেস্ক: বাংলা ইন্ডাস্ট্রির হাতে প্রায় ৪০টা ছবি মুক্তির অপেক্ষায়। কী ভাবে ছবি মুক্তি আর তৈরির কাজ শুরু হবে? রবিবার তা নিয়েই মন্ত্রী অরূপ বিশ্বাসের আর স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিল ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড, ইম্পাসহ সমস্ত সংগঠনগুলি। ঠিক হয় ১০ তারিখ থেকেই শুরু হবে সিনেমার শুটিংও। ধারাবাহিকের মতো সিনেমার শুটিং ইউনিটেও থাকতে পারবেন মাত্র ৩৫ জন।
কিন্তু অত কম সংখ্যক লোক নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা? মিটিং-এ উপস্থিত পরিচালক প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল প্রত্যেকেই আনন্দবাজার ডিজিটালকে জানান ৩৫ জন বেঁধে দিলে অনেক অসুবিধেই হবে। সিনেমার গল্প তো আর লোক সংখ্যার উপস্থিতির নিরিখে লেখা যায় না।
পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অবশ্য কাজ শুরু করছেন না। তিনি বললেন, "যে মিটিংটা হয়েছে তা বেশ সদর্থক। তবে অনেকগুলো প্রস্তাব রাখা হয়েছে। সেই প্রস্তাব গুলো সক্রিয় প্রযোজকের কোর কমিটিতে জানানো হয়েছে। এতগুলো বিষয় তো! তাই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠেনি।" শিবপ্রসাদের হাতেও 'বেলা শুরু', 'লক্ষ্মী ছেলে'-র মতো ছবি তৈরি রয়েছে। তবে জুন মাসের গরমে টপ সানে যে তিনি শুট করেন না তা আগেই জানিয়েছিলেন পরিচালক। সুতরাং আগামি কিছু দিন শিবপ্রসাদ-নন্দিতা জুটির যে নতুন ছবির শুটের সম্ভাবনা নেই, তার আভাস মিলল কথাতেই।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়ার ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)