চীনের সামনে নতজানু কিন্তু ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে নেপাল



চীনের সামনে নতজানু কিন্তু ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলছে নেপাল





নিজস্ব প্রতিনিধিঃ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তাঁর দেশের স্বার্থ চীনাদের কাছে বিক্রি করেছেন। নেপাল জরিপ বিভাগ দাবি করেছে যে চীন নেপালের হিমালয় সংলগ্ন হুমলা, রুসুয়া, সিন্ধুয়ালচৌক এবং শঙ্খুভাশায় অঞ্চলের জমি দখল করেছে।


নেপালে চীনের এই দখলদারির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কিন্তু কেপি শর্মা অলির কমিউনিস্ট সরকার সীমান্ত বিরোধকে বাড়িয়ে তোলেনি দেশের আর্থিক উন্নয়নের স্বার্থে। কারণ চীন নেপালে প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছে। কমিউনিস্ট অলি তাঁর দেশের স্বার্থ চীনের কাছে তাই সমর্পণ করেছে। এএনএম নিউজ জরিপ বিভাগের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছিল, যারা মে মাসে এয়ারেস্টকে চীনের একটি অংশ বলে দাবি করে করেছিলেন। মে মাসে রাষ্ট্র নিয়ন্ত্রিত চীন গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক একটি টুইটের মাধ্যমে এই দাবি প্রকাশ্যে এনেও পরক্ষণেই তা আবার মুছেও ফেলেছে|





এখন বাংলা - খবরে থাকুন সবসময়


এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source Open




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন