আজ কোপা ইটালিয়ার হাইভোল্টেজ ফাইনালে অগ্নিপরীক্ষা সিআর সেভেনের 



আজ কোপা ইটালিয়ার হাইভোল্টেজ ফাইনালে অগ্নিপরীক্ষা সিআর সেভেনের




স্পোর্টস ডেস্ক: বিশ্বের ফুটবল প্রেমীদের হতাশ করেছেন তিনি। কোপা ইটালিয়া সেমিফাইনালের দ্বিতীয় পর্বে এসি মিলানের বিরুদ্ধে শুধু পেনাল্টিই নষ্ট করেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। অথচ লা লিগায় প্রত্যাবর্তনের ম্যাচে লিয়োনেল মেসির জাদুতে মায়োরকাকে চূর্ণ করেছে বার্সেলোনা। এই পরিস্থিতিতে বুধবার রোমে দর্শকশূন্য স্টেডিয়ামে নাপোলির বিরুদ্ধে ফাইনালে নিজেকে প্রমাণ করতে মরিয়া সি আর সেভেন। সঙ্গে করোনার ধাক্কায় বিপর্যস্ত দেশটায় বিনোদন ফেরানোর লড়াইও পর্তুগালের মহাতারকার। পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী রোনাল্ডো দেশ ও ক্লাবের হয়ে এখনও পর্যন্ত ২৯টি ট্রফি জিতেছেন। বুধবার কোপা ইটালিয়ায় জুভেন্টাস চ্যাম্পিয়ন হলে ৩০তম ট্রফি জিতবেন পর্তুগালের অধিনায়ক। অথচ সেমিফাইনালে ঘরের মাঠে এসি মিলানের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না তিনি। ম্যাচের শুরুতেই পেনাল্টি নষ্ট করেন। ২০১৯ সালের জানুয়ারি মাসে শেষ বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন রোনাল্ডো। 




কোপা ইটালিয়ার ফাইনালে রোনাল্ডোকে সামনে রেখেই যে নাপোলিকে হারানোর রণনীতি সাজাচ্ছেন, তার ইঙ্গিত দিয়েছেন সাররি। চোটের কারণে আর এক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের খেলার সম্ভাবনা ক্ষীণ। পাওলো দিবালা, ডগলাস কোস্তার সঙ্গে রোনাল্ডোকে রেখে ৪-৩-৩ ছকে খেলার পরিকল্পনা জুভেন্টাস ম্যানেজারের। কারণ, এই ম্যাচটা তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। জুভেন্টাসের ম্যানেজার হিসেবে প্রথম ট্রফি জিততে মরিয়া সাররি বলেছেন, ‘‘নাপোলি দারুণ দল। তাই আমাদের সংঘবদ্ধ হয়ে খেলতে হবে।’’ 





এখন বাংলা - খবরে থাকুন সবসময়




এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।


Source : Googlenews




(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে।  ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)




আমাদের ওয়েবসাইটে যদি কোন রকম বিজ্ঞাপন দিতে চান তবে যোগাযোগ করুন  9476288780 এই নম্বরে, ধন্যবাদ।


নবীনতর পূর্বতন