খণ্ডঘোষ কৃষি অধিকর্তার উদ্যোগে হ্যান্ড ট্রাক্টর প্রদান
কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমানের, খণ্ডঘোষ ব্লকের, খণ্ডঘোষ ব্লক চত্বরে সহ কৃষি অধিকর্তার উদ্যোগে স্থানীয় এক চাষীকে হ্যান্ড ট্রাক্টর প্রদান করা হলো। খণ্ডঘোষ এর ছাতিম পুরে শেখ রবিউল নামে এক চাষী কে দেওয়া হলো হ্যান্ড ট্রাক্টর। হ্যান্ড ট্রাক্টর যে ব্যক্তি কে প্রদান করা হয়, সেই ব্যক্তি জানান ১ লক্ষ ৭০ হাজার টাকা নগদ দিয়ে সেখানে 50% ছাড় পাওয়া গেল। সরকারিভাবে এবং এটি কৃষি দপ্তরের অনুমোদিত হ্যান্ড ট্রাক্টর। সুযোগ পেয়ে খুশি স্থানীয় চাষী শেখ রবিউল।
এখন বাংলা - খবরে থাকুন সবসময়
এখন বাংলা, পশ্চিমবঙ্গের একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
(স্বভাবতই আপনি আপনার এলাকার নানান ঘটনার সাক্ষী, দেরি না করে শেয়ার করুন আমাদের সাথে। ঘটনার বিবরণ দিন, ছবি এবং ভিডিয়ো থাকলে দিতে পারেন আমাদের ইমেলে , ekhonbanglaofficial@gmail.com ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)