Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023 : মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ : Hello friends today, our discussion is the question of the first two chapters of Bengali and their answer to prepare for the class ninth first exam. You can view the video you want or download it by clicking on the following PDF link. Madhyamik Bengali Suggestion 2023 2023 is discussed on this website like every other time. Hopefully you will be very useful for Madhyamik Bengali First Exam 2023, Madhyamik Bengali Second Exam 2023 and Madhyamik Bengali Annual Exam 2023.

Madhyamik Bengali Suggestion 2023 2023 is published this year as "Ten Class Target".You need to buy this Madhyamik PDF Bengali Suggestion 2023 Free PDF Download Book for only 36 Taka.Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download Each chapter discusses MCQ first, then VSQ, then SAQ and finally BAQ with answers.

Madhyamik Bengali First Exam at the bottom of this Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download Page, WB Madhyamik Bengali Model Question Paper is given for Madhyamik Bengali Second Exam and Bengali Final Exam. Which you will get in the form of a completely free PDF. However, if you want to take the answer of Madhyamik Bengali Model Question Paper, you have to make a Free. Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ নিচে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download Suggestion 2023, Notes | Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী সাজেশন ২০২৩ (MCQ, Very Short, Short,  Descriptive Suggestion 2023) গুলি আগামী Madhyamik Ten X Bengali Examination - পশ্চিমবঙ্গ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।  

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং বড় রোচনাধর্মী সাজেশন ২০২৩ পেতে প্রতিটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেখুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন।

বাংলা গল্প - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :

জ্ঞানচক্ষু | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ তার চেয়ে দুঃখের কিছু নেই , তার থেকে অপমানের । ” কার সম্পর্কে এ মন্তব্য ? ' তার চেয়ে ' বলতে কী বোঝানো হয়েছে ? 


2. " তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে । ” ' এইসব কথা ' বলতে কী বোঝানো হয়েছে ? তপনের হারিয়ে যাওয়ার কারণ কী ? 


3. “ সারা বাড়িতে শোরগোল পড়ে যায় ” – শোরগোল কথার অর্থ কী ? কোন ঘটনায় এই ' শোরগোল পড়ে যায় ? 


4. “তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে

অপমানের”- কোন দুঃখ ও অপমানের কথা বলা হয়েছে? ভোক্তার কাছে কেন এগুলো দুঃখ অপমান? 


5. ‘ রত্নের মূল্য জহুরির কাছেই ।'— ‘ রত্ন ’ ও ‘ জহুরি বলতে কী বোঝানো হয়েছে ? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও ।  (5)


6. ' জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কী বোঝানো হয়েছে ? গল্পটি পড়ে তুমি কী শিক্ষা পেলে লেখো ।


7. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে— কোন্ ঘটনাকে ' অলৌকিক ঘটনা ' বলা হয়েছে ? 


8. পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ? - কোন্ ঘটনাকে অলৌকিক বলা হয়েছে । একে অলৌকিক বলার কারণ কী ? 


9 ."নতুন মেসোকে দেখে ' জ্ঞানচক্ষু ' খুলে গেল তপনের ” — উৎস লেখো । উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো । 


10. “ শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন ” –কোন মুহূর্তকে দুঃখের বলা হয়েছে ? তপনের কাছে মুহূর্তটি দুঃখের বলে মনে হয়েছে কেন ? তপন কী সংকল্প করেছে ? 


11. ' জ্ঞানচক্ষু ' গল্পে তপনের চরিত্রটি আলোচনা করো ।


12. 'জ্ঞানচক্ষু' গল্পে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি কীভাবে দুঃখের দিনে পরিণত হলো তা নিজের ভাষায় লেখো ।


13. " পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে " —উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে ? কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে ? 


14. শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন”- কোন দুঃখের মুহূর্তে কথা বলা হয়েছে সেই মুহূর্তে তখন কী সংকল্প করে? (5)


15. জ্ঞানচক্ষু গল্পর কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি আলোচনা কর ? (5)


16. “তোমার গল্প আমি ছাপিয়ে দেবো” বক্তা কে সে কি ছাপিয়েছিল কোথায় কিভাবে ছাপিয়েছে ছাপানোর পরিণতি কি  হয়েছিল ?

বহুরূপী | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য বহুরূপী গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।


1. “ খাঁটি মানুষ তো নয় , এই বহুরূপী জীবন এর বেশি কী আশা করতে পারে ” —বস্তা কে ? খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী ?


2. “ তেমনই অনায়াসে সোনাও মাড়িয়ে চলে যেতে পারি । ” — উক্তিটি কার ? কোন প্রসঙ্গে তাঁর এই মন্তব্য ? মন্তব্যের আলোকে বক্তার চরিত্রবৈশিষ্ট্য আলোচনা করো ।


3. হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র আছে”- নাটকীয় বৈচিত্র কি ? (3)


4. ' বহুরূপী ' গদ্যাংশে ‘ হরিদা ' - র চরিত্র আলোচনা করো ।


5. জগদীশ বাবু যে কি কান্ড করেছেন”- কে জগদীশবাবু তিনি কি কাণ্ড করেছেন? (3)


6. একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় এবং কেন ? (3)


7. “খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা- সে কিভাবে পাগল সেজে ছিল? একথা বলার কারণ কি? (3)


8.”আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো”কে কাদের খেলা দেখাবে খেলাটি কেমন ছিল ? (3)


9. “খাঁটি মানুষ তো নয়”- বক্তা কে ? তিনি খাঁটি মানুষ নন কেন ? (3)


10. জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো ।


11. “ আজ তোমাদের একটা জবর খেলা দেখাব । ” কথাটি কে , কাকে বলেছিলেন ? বক্তা কোন জবর খেলা দেখিয়েছিলেন । 


12. " কী অদ্ভুত কথাই বললেন হরিদা ” কী প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথ বলেছিলেন ? কথাটি অদ্ভুত কেন ?


পথের দাবী | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য পথের দাবী গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসা সম্ভাবনা রয়েছে।


1. “ যাকে তিনি দেশের টাকায় , দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আপনার । ” বক্তা কে ? উক্তিটির তাৎপর্য লেখো । 


2. “ কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দু'টি চোখের দৃষ্টি । ” এখানে কার কথা বলা হয়েছে ? চোখ দু'টি সম্পর্কে কী বলা হয়েছে ?


3. কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি ।'- কার চোখের কথা বলা হয়েছে ? চোখদুটির বর্ণনা দাও । 


4. ' নিমাইবাবু ' - র চরিত্রটি আলোচনা করো ।


5. ‘ অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল , ওই যে । —প্রসঙ্গ কী ? চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে যে - কথাবার্তা হয়েছিল । তা আলোচনা করো ।


6. “ বাবুটির স্বাস্থ্য গেছে , কিন্তু শখ যোলোআনাই বজায় আছে ” –বাবুটি কে ? তার সাজসজ্জা বা শখের পরিচয় দাও । 


7. ' পথের দাবী ' রচনাংশে গিরীশ মহাপাত্রের যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিবৃত করো ।


8. “ এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়োবাবু । ” কে , কার সম্পর্কে এরূপ মন্তব্য করে ? এরূপ মন্তব্য করার কারণ কী ? কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত '?


9. ‘ কই এ ঘটনা তো আমাকে বলেননি । — কোন্ ঘটনার প্রশ্ন । কথা বলা হয়েছে ? এ ঘটনা বক্তাকে না বলার কারণ কী ছিল ?


10. গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক - আশাকের বিস্তারিত বিবরণ দাও । 


অদল বদল | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য অদল বদল গল্প থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. আজ থেকে আপনার ছেলে আমার বক্তা এ কথা কাকে কেন বলেছিল ? (5)


2. “এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো- কোন আওয়াজের কথা বলা হয়েছে ? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? (5)


3. ”কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে “-বক্তাকে। প্রসঙ্গটি তাৎপর্য লেখ। (3)


4.” কি খাঁটি কথা”- খাঁটি কথাটা কি। মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও ? (5)


5.” ইসাবের মেজাজ চড়ে গেল”- ইসাব কে তার মেজাজ চড়ে গেল কেন ? (5)


6. ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ? কার কথা বলা হয়েছে ? খাঁটি জিনিসটা কি তা লেখ ? (5)


7.” হঠাৎ অমৃতের যাথায় একটা বুদ্ধি খেলে গেল” অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল? (3)


8.” অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে” অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে? কিভাবে ? (5)


নদীর বিদ্রোহ | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য নদীর বিদ্রোহ গল্প থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1.” নিজের এই পাগলামীতে যেন আনন্দ উপভোগ করেন “কার পাগলামির কথা বলা হয়েছে?উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও? (5)


2. নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয় ? (5)


3 “নদীর জন্য নদের চাঁদের এতো মায়া একটু স্বাভাবিক” কেন স্বাভাবিক ব্যাখ্যা করো ? (5)


4. ” নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে “-কিসের জন্য? কেন? (3)


5.” পাঁচদিন নদীকে দেখা হয় নাই”- কার, কেন, এতে তার উৎসুক্যবোধের পরিচয় দাও ? (5)


6. ”নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে” নদী কখন বিদ্রোহ করেছিল ? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখ? (5)


7. “নদীকে এইভাবে ভালবাসার একটা কৈফিয়ৎ নদের চাঁদ দিয়েছিল” নদের চাঁদের পেশা কি। সে কি কৈফিয়ৎ দিয়েছিল? (5)


8. “বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের” কেন? (3)


9. নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের চরিত্র লেখ ? (5)


10.”চিঠি পকেটেই ছিল”-কোন চিঠি ?তার পরিণতি

কি হয়েছিল? (5)


কবিতা - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :

অসুখী একজন | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য অসুখী একজন কবিতা থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ তারপর যুদ্ধ এল ” – “ তারপর ' বলতে কী বোঝানো হয়েছে ? যুদ্ধ কীভাবে ঘটল ? যুদ্ধ এলে কী কী ঘটল ? 


2. " শিশু আর বাড়িরা খুন হলো / সেই মেয়েটির মৃত্যু হলো না । ” মেয়েটি কে ? কোন প্রসঙ্গে এই বক্তব্য ? বক্তব্যটির তাৎপর্য লেখো । অথবা , “ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ” – মেয়েটি কে ? উত্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন ?


3. “ আমি তাকে ছেড়ে দিলাম ” — ‘ আমি ’ - র বেদনা ‘ অসুখী একজন ’ কবিতায় কীভাবে চিত্রিত হয়েছে ?


4. ” রক্তের একটা কালো দাগ”- কোথায়, কখন, কার রক্তের দাগ এর কথা এখানে বলা হয়েছে ?


5.” যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ-কয়লা ” কেন কি হয়েছিল বর্ণনা করো?


6. “তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল ?


7.” আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”- কোন মেয়েটির কথা বলা হয়েছে, আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি?


8. “ যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা । ” “ অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হলো লেখো । 


9. ‘ অসুখী একজন ' কবিতায় কে , কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও । 


10. “শিশুরা খুন হল সেই মেয়েটির মৃত্যু হল না” – কি কারণে শিশুরা খুন হল? মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি ?


11.” তারপর যুদ্ধ এলো”- যুদ্ধ ভয়ঙ্কর রূপ এর পরিচয় দাও ?


12. অসুখী একজন কবিতায় অসুখী কে? কেন ?


আয় আরো বেঁধে বেঁধে থাকি | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ পৃথিবী হয়তো বেঁচে আছে / পৃথিবী হয়তো মরে গেছে । ” পৃথিবীর বাঁচা মরা কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো । 


2. “ এমনই ইতিহাস ” – কোন ইতিহাসের কথা বলা হয়েছে ? 


3. “ আমাদের চোখমুখ ঢাকা / আমরা ভিখারি বারোমাস ” – কারা , কেন বারোমাস ভিখারি ?


4. “আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি” কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচল দেখা যায় ?


5. “আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে” কেন ? কাদের শিশুদের এরকম অবস্থা-?


6. “আমাদের বাংলা নেই অথবা এমনই বাংলা আমাদের চোখ মুখ ঢাকা” বক্তাদের বাংলা কেন এমন ? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য ?


7. “ তবু তো কজন আছি বাকি ” — এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো । 


8. “আমাদের পথ নেই কোন”- কেন পথ নেই ? যাদের পথ নেই তারা কারা ?


9. “ আমাদের মাথায় বোমারু ” — ‘ বোমারু ' বলতে কী বোঝানো হয়েছে ? আমাদের মাথায় বোমারু কেন ?


10. “আমাদের ডান পাশে ধ্বস”- আমাদের বলতে কবি কাকে বুঝিয়েছেন- তাদের অবস্থান সম্পর্কে কবি আর কি কি বলেছেন ?


আফ্রিকা | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য আফ্রিকা কবিতা থেকে 3 ও 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ সেখানে নিভৃত অবকাশে তুমি ” — ' তুমি ' কে ? নিভৃত অবকাশে বলতে কী বোঝানো হয়েছে ? সেই অবকাশে কী সংগ্রহ করা হয়েছিল ?


2. “ শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে ” –কে , কীভাবে ‘ শঙ্কাকে ' হার মানাতে চাইছিল ?


3. “ বিরূপের ছদ্মবেশে ” , — কীভাবে সেই ছদ্মবেশ গ্রহণ করা হয়েছিল ? 


4. সভ্যের বর্বর লোক- সভ্যের লোককে বর্বর বলা হয়েছে কেন ?


5. “চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত বাংলাে”- তোমার বলতে কার কথা বলা হয়েছে ? তার অপমানিত বাংলাের অন্যান্য দাও ?


6. “এল ওরা লোহার হাতকড়ি নিয়ে” ওরা কারা ? ওদের পরিচয় দাও ?


7. “নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে” যাদের বলতে কাদের বলা হয়েছে ? তার নখ নেকড়ের চেয়ে তীক্ষ্ণ বলার কারণ কি ?


8. “দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে” কখন কে দাঁড়াবে ?


9. “ছিনিয়ে নিয়ে গেল তোমাকে”- তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে – তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়েছে ?


10. “ হায় ছায়াবৃতা ” — ছায়াবৃতা বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।


11. “ অপরিচিত ছিল তোমার মানবরূপ ” – তোমার বলতে কার কথা বলা হয়েছে ? তার রূপ অপরিচিত ছিল কেন ? সেই মানবরূপের পরিচয় দাও । 


12. “অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল”- অশুভ ধ্বনি কি ? দিনের অন্তিম তাৎপর্য কি?


অভিষেক | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 | মাধ‍্যমিক বাংলা সাজেশন ২০২৩ অবলম্বনে অভিষেক কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ নাদিলা কর্বুরদল হেরি বীরবরে / মহাগর্ভে । ” ‘ কবূরদল ’ শব্দের অর্থ কী ? তাদের এমন আচরণের কারণ কী ? 


2. “ কাপিলা লঙ্কা , কাপিলা জলধি ! ” এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো । 


3. “ সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি । ” কে , কেন সসৈন্য সজ্জিত হয়েছিলেন ?


4. অভিষেক কবিতা অনুসারে মেঘনাদের চরিত্র বিশ্লেষণ কর ?


5. “ ঘুচাব ও অপবাদ , বধি রিপুকুলে ” —বক্তা কে ? বক্তার মতে অপবাদটি কী ছিল ? 


6. “ জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া ; ” কাকে ‘ মহাবাহু ’ বলা হয়েছে ? তার বিস্ময়ের কারণ কী ? - অথবা , “ এ অদ্ভুতবারতা জননী ” — অদ্ভুত ঘটনাটি নিজের ভাষায় লেখো । 


7.”হেনকালে প্রমীলা সুন্দরী”- হেনকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে ? সেই সময় কি ঘটেছিল বিবরণ দাও ?


8. “নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা”-পিতা ও পুত্রের পরিচয় দাও কবিতার পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ?


প্রলয়োউল্লাস | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য প্রলয়োউল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. “ প্রলয় বয়েও আসছে হেসে ” – উদ্ধৃতাংশটির কবি কে ? প্রলয় বয়েও কারা , কেন হাসছে ? 


2. “ আসছে নবীন — জীবনহারা অ - সুন্দরে করতে ছেদন ! ” উদ্ধৃতিটির তাৎপর্য লেখো । 


3. “ ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় । ” ‘ নূতনের কেতন ’ বলতে কবি কী বুঝিয়েছেন ?


4. ”তোরা সব জয়ধ্বনী কর”- তোরা বলতে কাদের বোঝানো হয়েছে ? তারা জয়ধ্বনি করবে কাদের জন‍্য ?


5. সর্বনাশী জ্বালামুখী কে কেন ?


6. “কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর”- কাল ভয়ংকর কে ? তার ভয়ংকরের রূপের বর্ণনা দাও ?


7. “ কাল ভয়ংকরের বেশে এবার ওই আসে সুন্দর ” – কবি কাল ভয়ংকর কাকে বলেছেন ? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো । 


8. গড়তে জানে সে চিরসুন্দর কে কি গড়তে জানে ?


9. ”অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর” চরাচর স্তব্ধ কেন ? অট্টরোলের হট্টগোল কি ?


10. ' প্রলয়োল্লাস ' কবিতায় কবি প্রলয়ের মধ্যে দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা উল্লেখ করো । অথবা , ' প্রলয়োল্লাস ’ কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কীভাবে ব্যক্ত হয়েছে । তা বুঝিয়ে লেখো । অথবা , ' প্রলয়োল্লাস ' কবিতার মূলবক্তব্য সংক্ষেপে আলোচনা করো । 


অস্ত্রের বিরুদ্ধে গান | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. ”গানের বর্ম আজ পড়েছি গায়ে”- কে এই বর্ম গায়ে পড়েছে। গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ কর ?


2. “অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে”- অস্ত্রের বিরুদ্ধে গানকে কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত করেছে ? অস্ত্র কিসের প্রতীক ?


3. গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে কবিতা অম্বলম্বনে লেখ ?


4. আমার শুধু একটা কোকিল- বক্তা কে ? কোকিল শব্দটি ব্যবহারের গুরুত্ব বুঝিয়ে দাও ?


5. মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন ?


6. “গান তো জানি একটা দুটো আঁকড়ে ধরে সে খড় কুটো”- বক্তা কে ? তার বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর ?


সিন্ধুতীরে | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর জন্য সিন্ধুতীরে কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।


1. সিন্ধুতীরে কবিতা অবলম্বনে সমুদ্র কন্যার আচার-আচরণ ব্যাখ্যা কর ?


2. সিন্ধুতীরছ দেখি দিব্যস্থান দিব্যস্থানের বর্ণনা দাও ?


3. সিন্ধুতীরে কবিতায় প্রধান দুই চরিত্র পদ্মা ও পদ্মাবতীর পরিচয় দাও ?


4. রূপে অতি রম্ভা যিনি- রম্ভা কে ? তার রূপের বর্ণনা করো ?


5. “পঞ্চকন্যা পাইলা চেতন” পঞ্চকন্যা কে ? তারা কিভাবে চেতন লাভ করেছিল ?


6. বিধি মোরে না করো নৈরাশ- এটি কার প্রার্থনা ? এমন পার্থনার কারন কি ?


7. সিন্ধুতীরে রহিছে মাঞ্জস- মাঞ্জস শব্দের অর্থ কি ? তা কে দেখতে পেয়েছিল, দেখতে পাওয়ার কারণ কি ?


নাটক - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :

সিরাজউদ্দৌলা | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে এই নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।


1. “ আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে শুধু আশ্বাস দিন ” —কাদের কাছে বক্তা এই ভিক্ষা চান ? তিনি কী আশ্বাস প্রত্যাশা করেছিলেন ? 


2. “ আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো । ” কে , কেন এই মন্তব্য করেছেন ? যাকে উদ্দেশ্য করে একথা বলা তার মধ্যে এই মন্তব্যের কী প্রতিক্রিয়া হয়েছে ?


3. সিরাজদ্দৌল্লা ' নাট্যাংশ অবলম্বনে ঘসেটি বেগমের চরিত্র বর্ণনা করো ।


4. “হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ বাংলা”- এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখ ?


5. জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা কর ?


6. বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। এই উক্তিটির মাধ্যমে বক্তার কোন মানসিকতার পরিচয় পেয়েছে ?


7. জানিনা আজ কার রক্ত সে চায় পলাশী! রাক্ষসী পলাশী কে ? কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে তাৎপর্য বুঝিয়ে দাও ?


8. সিরাজউদ্দৌলা নাটক অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা  ঘসেটি বেগমের চরিত্র বিশ্লেষণ কর ?


9. “আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো” বক্তা কে ? তিনি কোন অক্ষমতার জন্য ক্ষমা চেয়েছেন ?


10. “মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প”- বলতে কাকে বোঝানো হয়েছে ? বক্তার এমন মন্তব্যের কারণ কি ?


11. “ তোমাদের কাছে আমি লজ্জিত ” – কে , কাকে একথা বলেছেন ? বক্তা লজ্জা প্রকাশ করেছেন কেন ? 


12. “ আমরা নবাবের নিমক বৃথাই খাই না , একথা তাঁদের মনে রাখা উচিত ” কে , কাকে একথা বলেছেন ? মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো ।


13. “ জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী ” —কোন জাতির কথা বলা হয়েছে ? জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী কেন ? 


14. আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছেন। প্রতিহিংসার কারণ কি?


15. তার আদেশে হাসিমুখেই মৃত্যুকে বরণ করবো, এখানে কার আদেশের কথা বলা হয়েছে তাৎপর্য বুঝিয়ে দাও ?


প্রবন্ধ - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :

হারিয়ে যাওয়া কালি কলম | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।


1. “ কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর ” – প্রবন্ধ অনুসারে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো ।


2. " কলম তাদের কাছে আজ অস্পৃশ্য । ” প্রাবন্ধিকের কাদের প্রতি এই উক্তি ? কলম সম্পর্কে তিনি কেন এমন মন্তব্য করেছেন ?


3. “ সবাই এখানে লেখক । কিন্তু আমি ছাড়া কারও হাতে কলম নেই । ” “ এখানে ’ বলতে কোথাকার কথা বলা হয়েছে ? লেখক হওয়া সত্ত্বেও হাতে কলম নেই । কেন ? 


4. “ দোয়াত যে কত রকমের হতে পারে , না দেখলে বিশ্বাস করা শক্ত ” —কত রকমের দোয়াতের কথা বলেছেন বক্তা ?


5. “সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু”- কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন ? কিসের আঘাতে কার মৃত্যুর কারণ বলে কবির সংশয় ?


6. ফাউন্টেন পেন কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করেছিল ?


7. “আমরা কালিও তৈরি করতাম নিজেরাই” কারা-কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন ?


8. “লাঁঠি তোমার দিন ফুরাইয়াছে” কার রচনা ? প্রাবন্ধিক কোন প্রসঙ্গে কথাটি ব্যবহার করেছেন ?


9. “কথায় বলে কালি কলম মন লেখে তিনজন”- এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা কর ?


10. সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোট অনুষ্ঠান’- বক্তা এ কথা কেন বলেছে ? অনুষ্ঠানটির পরিচয় দাও ?


11. দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত ? প্রবন্ধ অনুসারে রকমারী দোয়াতের পরিচয় দাও ? কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল পরিচয় দাও ?


12. “ কালি নেই কলম নেই বলে আমি মুনশি ” – কথাটির সাধারণ অর্থ কী ? বক্তা কেন একথা বলেছেন তা নিজের ভাষায় লেখো ? 


বাংলা ভাষায় বিজ্ঞান | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 অবলম্বনে বাংলা ভাষায় বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি হল।


1. “এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না “- কোন দোষের কথা বলা হয়েছে ? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত  হবে ?


2. “তাদের মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করা যায়”- তাদের বলতে তাদের বোঝানো হয়েছে? তাদের দুটি শ্রেণীতে ভাগ করার কারণ কি ?


3. “আমাদের অলংকারিকগন শব্দের  ত্রিবিধ কথা বলেছেন”- আলংকারিক বলতে কী বোঝায় ? ত্রিবিশ বিষয়টি বর্ণনা কর ?


কোনি | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 কোনি এর সম্ভাব্য প্রশ্নগুলো হল-


পাঠ-1


1. ” আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি” বারুণী কি? কাঁচা আমের ছড়াছড়ি কেন? আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়? বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি?


2. ঘাটে থৈথৈ ভিড়” কোথাকার ঘাটে ভিড়? ভিড় এর কারণ কি?ভিড় এর বর্ণনা দাও?


3. “ মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে । ” কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ক্ষিতীশ কোনিকে ইস্পাত করে তুললে চেয়েছিলেন ? প্রসঙ্গক্রমে ক্ষিতীশ কেন বলেন— “ যন্ত্রণাকে বোঝ , ওটাকে কাজে লাগাতে শেখ , ওটাকে হারিয়ে দে ” ?


পাঠ-2


1. “প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে, সে বিদ্রোহী হয়েছিল কেন বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো


2. ”চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে” প্রজাপতি কি? আগে ডানা মেলতে পারেনি কেন? এখন কিভাবে ডানা মেলেছে ?


3. “ কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে ” —বক্তা কে ? এরূপ বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বুঝিয়ে দাও ।


পাঠ-3


1. “আমি এবার সত্যি কারের কাজ করতে চাই সবাইকে দেখিয়ে দেবে একবার চ্যাম্পিয়ন তৈরি করব আমি” কথাটি কে কাকে বলেছে ?কখন এই কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য লেখ?


2. “না ওরা জুপিটারের শত্রু”- ওরা কারা? ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখ?


3. “ চ্যাম্পিয়নরা জন্মায় , ওদের তৈরি করা যায় না ” —কোনির জীবনচিত্র উল্লেখ করে মন্তব্যটি বিচার করো । 


পাঠ-4


1. ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগল শুধু একজনকেই” একজন বলতে কার কথা বলা হয়েছে? কোথাকার ঘটনার কথা বলা হয়েছে?


2. “ক্ষিতীশ অবাক হয়ে গেল” ক্ষিতীশ কাকে দেখে অবাক হয়ে গিয়েছিল? তাকে কি বলে সম্বোধন করেছে প্রসঙ্গ নির্দেশ করো?


3. “ হঠাৎ কোনির দুচোখ জলে ভরে এল ” —কোনির দু'চোখ জলে ভরে এল কেন ? এরপর কী হয়েছিল ? 


পাঠ-5


1. “চিত্কার একটা হতাশায় ভেঙে পড়ল”- কার চিৎকার এর কথা বলা হয়েছে ? সে চিৎকার করছিল কেন তার চিৎকারটা হতাশায় ভেঙে পড়ার কারণ কি?


2. “ একটা মেয়ে পেয়েছি , তাকে শেখাবার সুযোগটুকু দিও তাহলেই হবে । ” বক্তার এমন কথা বলার কারণ কী ? এ কথায় বক্তার কোন মানসিকতার পরিচয় পাও ? 


পাঠ-6


1. “সাতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার “কে কাকে কথাটি বলেছে? কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখ?


2. “বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল চিকচিক করে উঠল চোখ দুটো” কার সম্পর্কে কথা বলা হয়েছে? কেন তার এই অবস্থা?


3. “ তার আসল লজ্জা জলে , আবার আসল গর্বও জলে ” —কোন প্রসঙ্গে এই উক্তি ? এর তাৎপর্য বিশ্লেষণ করো । 


পাঠ-7


1.”কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে” কে কাকে একথা বলেছে? কার সম্পর্কে এ কথা?কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো?


2. “ মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে । ” কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি করে ক্ষিতীশ কোনিকে ইস্পাত করে তুললে চেয়েছিলেন ?


পাঠ-8


1 “গাছে অনেক দূর উঠে গেছে মই কেড়ে নিলে নামতে পারবো না “কে কাকে একথা বলেছে? কোন প্রসঙ্গে এ কথা বলেছেন? অর্থ পরিস্ফুট কর?


পাঠ-9


1.” এটা বুকের মধ্যে পুষে রাখুক “কথাটি কে ভেবেছে? কথাটির তাৎপর্য লেখ?


পাঠ-10


1. “একেবারে কম্পিটিশনে দেখিয়ে দেবো ব্যাটাদের কে কার পায়ের জল খায়” কে কাকে কথাটি বলেছে? প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো?


পাঠ-12


1.” ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেলো ” থ হয়ে যাওয়ার কারণ কি?সে কিভাবে প্রতিবাদ জানিয়েছিল? ক্ষিতীশ এর সঙ্গে কাদের কিরূপ বাদানুবাদ হয়েছিল?


পাঠ-13


1. “অত হিংসা ভালো নয়”- কে কাকে বলেছে? কখন বলেছে? এই উক্তির মধ্যে বক্তার চরিত্রের কোনদিকে ফটে ওঠে?


সম্মিলিত প্রশ্ন


1.কোনি উপন্যাসে লীলাবতী, ক্ষিতীশসিংহ, কোনির চরিত্র বিশ্লেষণ করো ?


প্রতিবেদন রচনা - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা গুলি হল –


1. সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা বা যে কোন একটা পথ দুর্ঘটনা ?


2. টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন ?


3. ডেঙ্গু ম্যালেরিয়া বা কোন রোগের প্রকোপ ?


4. কোন খেলায় ভারতের সাফল্য (কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য)


5. জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ ?


6. তোমাদের বিদ্যালয়ে পালিত বা অনুষ্ঠিত যে কোন একটি উৎসবের বর্ণনা ? (স্বাধীনতা দিবস 75 তম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শিক্ষক দিবস, প্লাস্টিক বিরোধী আন্দোলন, নেতাজি, রবীন্দ্রনাথ অথবা রামমোহন জয়ন্তী)


7. তোমাদের এলাকায় কোন কিছুর উদ্বোধন বা পালন ?


8. বিশেষ কোন ব্যক্তির প্রয়াণ অর্থাৎ মৃত্যু বার্তা ?


সংলাপ রচনা - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর সংলাপ থেকে সম্ভব‍্য প্রশ্ন গুলি হল-


1. প্লাস্টিক বা মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


2. চারিদিকে অরণ্যবিন্যাশে বিপন্ন প্রকৃতি এই নিয়ে সংলাপ ?


4. শরীরচর্চার উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


4.ছাত্রজীবনে গ্ৰন্থাগারের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


5. মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


6. পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


7. বিভিন্ন ছোঁয়াচে রোগ ব্যাধি থেকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


8. রক্তদানের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ ?


9. প্রাকৃতিক দুর্যোগে ও ছাত্র সমাজের কর্তব্য নিয়ে সংলাপ ?


বঙ্গানুবাদ - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :


বঙ্গানুবাদ গুলি তোমাদের প্র্যাকটিস করতে হবে।


রচনা - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 :


Madhyamik Bengali Suggestion 2023 এর সম্ভাব্য রচনাবলী হল –


1. বাংলার উৎসব


2. বাংলার ঋতু বা তোমার প্রিয় ঋতু


3. বিজ্ঞান ও কুসংস্কার


4. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর


5. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


 WB Madhyamik Suggestion Free PDF Download - মাধ্যমিক সাজেশন ২০২৩ পিডিফ

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2023  Click here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2023 Click here

Madhyamik Bengali Suggestion 2023 Suggestion 2023 / Notes - মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ : Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ উপরে দেওয়া হলো। এই Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Suggestion 2023) গুলি আগামী Madhyamik Bengali Examination / Madhyamik Exam / WB Class IX Exam | মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।

Madhyamik Bengali Suggestion 2023  | Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download 

মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩    

Madhyamik Bengali Suggestion 2023 / Madhyamik Bengali Suggestion 2023 / West Bengal Class IX Bengali Suggestion 2023 Free PDF Download / Madhyamik Pariksha Bengali Suggestion 2023 Free PDF Download  / Bengali Madhyamik Exam Guide  /West Bengal  Madhyamik Bengali MCQ , Short , Descriptive  Type Suggestion 2023  / Madhyamik Bengali Suggestion 2023  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে।  (Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download / West Bengal Ten X Suggestion 2023, Suggestion Free PDF Download / Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download  / Madhyamik Bengali Suggestion 2023  / Class XII Bengali Suggestion 2023 Free PDF Download  / Madhyamik Pariksha Suggestion Free PDF Download  / Madhyamik Bengali Exam Guide  / Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download 2023, 2023, 2024, 2025 / Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download  MCQ , Short , Descriptive  Type Suggestion 2023. / Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download  FREE PDF Download)

Madhyamik Bengali Suggestion 2023  

Madhyamik Bengali Suggestion 2023 Suggestion 2023 free pdf download | Madhyamik Bengali Suggestion 2023 Suggestion Free PDF Download  Madhyamik Bengali Suggestion 2023 with pdf।

Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৩

Madhyamik Bengali Suggestion 2023 - মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৩ | Madhyamik Bengali MCQ or Multiple Choice Suggestion 2023 |  মাধ্যমিক বাংলা MCQ প্রশ্ন উত্তর।

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download - মাধ্যমিক বাংলা SAQ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩ | দশম শ্রেণির বাংলা 

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download - মাধ্যমিক বাংলা SAQ সংক্ষিপ্ত সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Short Suggestion 2023 |  Madhyamik Bengali Suggestion 2023  - SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download - মাধ্যমিক বাংলা DTQ বড়ো সাজেশন ২০২৩ | দশম শ্রেণী বাংলা 

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download - মাধ্যমিক বাংলা - DTQ বড়ো সাজেশন ২০২৩ সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download  Madhyamik Bengali Suggestion 2023  - DTQ বড়ো সাজেশন ২০২৩।

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download 2023, 2024, 2025, 2026

Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download 2023, 2023, 2024, 2025 এবছরে “দশম শ্রেনীর লক্ষ্যভেদ” নামে প্রকাশ করা হল। এই Madhyamik PDF Bengali Suggestion 2023 Free PDF Download Book - কে আপনাদের মাত্র 36 টাকা দিয়ে কিনে নিতে হবে। Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে MCQ পরে VSQ তারপরে SAQ এবং শেষে BAQ উত্তরসহ আলোচনা করা আছে।

তাছাড়া এই Madhyamik Bengali Suggestion 2023 Free PDF Download Page টির নীচের দিকে Madhyamik Bengali First Exam, Bengali Second Exam এবং Bengali Final Exam এর জন্য WB Madhyamik Bengali Model Question Paper দেওয়া আছে। যেগুলি আপনারা সম্পূর্ণ বিনামূল্য PDF এর আকারে পেয়ে যাবেন।

Madhyamik Bengali Suggestion 2023 - পশ্চিমবঙ্গ দশম শ্রেণির বাংলা  সাজেশন  

Madhyamik Bengali Suggestion 2023 - পশ্চিমবঙ্গ দশম শ্রেণির বাংলা  সাজেশন সাজেশন ২০২৩ | Madhyamik Bengali Suggestion 2023 - পশ্চিমবঙ্গ দশম শ্রেণির বাংলা  সাজেশন প্রশ্ন উত্তর ।

Madhyamik Bengali Suggestion 2023 | Madhyamik Bengali Suggestion 2023, Suggestion Free PDF Download - দশম শ্রেণি বাংলা

Madhyamik Bengali Suggestion 2023 - | Madhyamik Bengali Suggestion 2023 - | পশ্চিমবঙ্গ Madhyamik Bengali Suggestion 2023 - | মাধ্যমিক বাংলা সহায়ক সাজেশন ২০২৩ । Madhyamik Bengali Suggestion 2023, Suggestion Free PDF Download | Madhyamik Bengali Suggestion 2023  | Madhyamik Bengali Suggestion 2023 Notes  | Madhyamikth Bengali Suggestion 2023 Suggestion Free PDF Download.

Madhyamik Bengali Suggestion 2023 Suggestion Free PDF Downloads  | Madhyamik Bengali Suggestion 2023 | দশম শ্রেণি বাংলা সাজেশন ২০২৩ 

Madhyamik Bengali Suggestion 2023  Madhyamik Bengali Suggestion 2023 - Madhyamik Bengali Suggestion 2023  Madhyamik Bengali Suggestion 2023 Madhyamik Bengali Suggestion 2023 - MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী সাজেশন ২০২৩  । 

Madhyamik Bengali Suggestion 2023  | Madhyamik Bengali Suggestion 2023 

Madhyamik Bengali Suggestion 2023 Madhyamik Bengali Suggestion 2023 । Madhyamik Bengali Suggestion 2023  Madhyamik Bengali Suggestion 2023

Madhyamik Bengali Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Madhyamik Bengali Syllabus with all the important chapters and marks distribution. Download the Madhyamik Bengali Syllabus and Question Paper. Questions on the Bengali exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Madhyamik Bengali Syllabus Free Download Link Click Here

Class Ten X Bengali Suggestion 2023 Free PDF Download | West Bengal Madhyamik Bengali Exam 2023

Madhyamik Bengali Suggestion 2023, Suggestion Free PDF Download Download PDF: Madhyamik Ten X Bengali Suggestion 2023 Free PDF Download  is provided here. Madhyamik Bengali Suggestion 2023 Questions Answers PDF Download Link in Free has been given below. 

Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই " Madhyamik Bengali Suggestion 2023 | মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩  " পােস্টটি পড়ার জন্য।

নবীনতর পূর্বতন