Telegram Group Join Now
WhatsApp Group Join Now

 

বড়ো সুখবর! সম্মানিত করা হচ্ছে রাজ্যের ৩০,০০০ পুলিশ কর্মীকে | WB Police Honorarium for Election Duty 2024

বড়ো সুখবর! সম্মানিত করা হচ্ছে রাজ্যের ৩০,০০০ পুলিশ কর্মীকে | WB Police Honorarium for Election Duty 2024

Telegram Channel

Join Now

WhatsApp Group

Join Now

Google News

Follow


এখন বাংলা নিউজ ডেস্ক : WB Police Honorarium for Election Duty 2024 : লোকসভা ভোটে ডিউটি করার জন্য সন্মানিত করা হতে চলেছে রাজ্যের ৩০,১৭৪ জন কর্মীকে। ডিজি স্তর থেকে থানার অফিসার ইনচার্জ, সকলেই পাবেন ১ মাসের অতিরিক্ত বেতন। অন্যান্য পুলিশ কর্মীরা পাবেন ৭,৫০০ টাকার বোনাস এমাউন্ট। সবমিলিয়ে মোট ৩২ কোটি টাকার কাছাকাছি বরাদ্দ করা হয়েছে এই কাজের জন্য। এর আগে কখনো ভোটের ডিউটি করার জন্য এত টাকা পুরস্কার দেওয়া হয়নি রাজ্যের পুলিশ কর্মীদের। গত বৃহস্পতিবার নবান্নের স্বরাষ্ট্র দপ্তরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 


ইতিমধ্যেই ১০০ জন কর্মীকে কলকাতা পুলিশ সন্মণিক প্রদান করেছে। ১০০ জন কর্মীকে বোনাস এমাউন্ট প্রদান করতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়েছে। বাকি টাকার অনুদানের জন্য অনুরোধ পত্র গিয়েছে নবান্নের কাছে। বাকি অর্থের পরিমাণ প্রায় ১০ কোটির কাছাকাছি। জানা যাচ্ছে যে প্রথমবার হলেও এই টাকা নির্বাচনের নিয়ম অনুসারেই প্রদান করা হয়েছে। এতদিন পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সেন্ট্রাল ফোর্সকে এই বোনাস দেওয়া হত। এবার থেকে রাজ্যের পুলিশ ফোর্সের নাম উঠলো এই খাতায়।


রাজ্যের ADG, IG, পুলিশ কমিশনার, জেলার SP, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার এবং অ্যাডিশনাল SP সহ একাধিক উচ্চ পদস্থ ১,৩৮২ জন পুলিশ কর্মীদের ১ মাসের বেতন বোনাস হিসেবে দেওয়া হবে। আর বাকি ২৮,৭৯২ জন পুলিশ কর্মীদের বোনাস হিসেবে ৭,৫০০ টাকা করে দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিশ্বজিৎ রাওয়াত মুখ্যসচিবের কাছে চিঠি লিখেছেন, যে চিঠিতে তিনি অনুরোধ করেছেন পুলিশ কর্মীদের এক স্থান থেকে অন্য স্থানে ডিউটি করতে যাবার জন্য বোনাস প্রদান করার। এবারে একনজরে দেখে নিন কোন স্টাফ কত টাকা পাবেন।


আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন WB Govt Employees- সরকারি কর্মীদের জন্য জোড়ালো সুখবর ঘোষণা মমতার, আকাশে বাতাসে খুশির বার্তা


আরোও পড়ুন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ

বড়ো সুখবর! সম্মানিত করা হচ্ছে রাজ্যের ৩০,০০০ পুলিশ কর্মীকে | WB Police Honorarium for Election Duty 2024 | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " বড়ো সুখবর! সম্মানিত করা হচ্ছে রাজ্যের ৩০,০০০ পুলিশ কর্মীকে | WB Police Honorarium for Election Duty 2024 " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now