Income Tax Update : Budget 2024-এ বড়ো ঘোষণা নির্মলা সীতারামনের, বাঁচবে ১৭,৫০০ টাকার কর!
এখন বাংলা নিউজ ডেস্ক : Income Tax Update Budget 2024 : গত ২৩শে জুলাই হয়েছে বাজেট পেশ। গত মঙ্গলবার বাজেট পেশ হতেই করদাতাদের বড়ো শাস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এই বাজেটে আয়করের বিষয়ে একাধিক ঘোষণা করেছে। আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জানাতে হাজির হয়েছি বাজেট ২০২৪-এর আয়করের ঘোষণার বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য। প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
নয়া কর ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন করের পরিমাণ এক লাফে বাড়লো ২৫ হাজার। এই কর কাঠামোর নতুন স্ল্যাবও ঘোষণা করেন সরকার। তবে পুরোনো কর কাঠামোর ক্ষেত্রে কোনো পরিবর্তনের ঘোষণা করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। ২৩শে জুলাই মঙ্গলবার বাজেট পেশে লম্বা সময় ধরে চলেছিল অর্থমন্ত্রীর বক্তৃতা। এই বক্তৃতার একেবারে শেষ লগ্নে ঘোষণা করা হয় কর সংক্রান্ত বিষয়ে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামান জানিয়েছেন যে পূর্বে স্ট্যান্ডার্ড ডিডাকশানের অংক ছিল ৫০,০০০। বর্তমানে সেটিকে বাড়িয়ে করা হল ৭৫,০০০। অর্থাৎ এক লাফে ২৫,০০০ বাড়লো করের পরিমাণ।
Income Tax Update Budget 2024 স্ল্যাবের বিস্তারিত তথ্য :
এই ঘোষণার পরেই নতুন কর ব্যবস্থার স্ল্যাবগুলি নিয়ে আলোচনা করেন তিনি। এই স্ল্যাবগুলির বিষয়ে স্টেপ ব্যয় স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করা হল।
আয় বছরে ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত হলে কর দিয়ে হবে না।
আয় বছরে ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত হলে ৫% কর দিতে হবে।
আয় বছরে ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত হলে ১০% কর দিতে হবে।
আয় বছরে ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত হলে ১৫% কর দিতে হবে।
আয় বছরে ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত হলে ২০% কর দিতে হবে।
আয় বছরে ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০% কর দিতে হবে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মতে “এই কর ব্যবস্থার মাধ্যমে একজন করদাতা বছরে প্রায় ১৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন”। তবে এই উক্তির বিস্তারিত ব্যাখ্যা তিনি বাজেট বক্তৃতায় জানাননি। বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে কর বৃদ্ধির চরম সম্ভাবনা ছিল। কারণ চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় আয়কর কাঠামো অপরিবর্তিত রেখেছিলেন কেন্দ্রীয় সরকার। শেষমেষ বিশেষজ্ঞদের মতামত হল সত্যি। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদনটি পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে ভাগ করে নেবেন। এই ধরনের খবর দৈনিক পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করবেন।
আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে
আরোও পড়ুন WB Govt Employees- সরকারি কর্মীদের জন্য জোড়ালো সুখবর ঘোষণা মমতার, আকাশে বাতাসে খুশির বার্তা
আরোও পড়ুন শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ
Income Tax Update : Budget 2024-এ বড়ো ঘোষণা নির্মলা সীতারামনের, বাঁচবে ১৭,৫০০ টাকার কর! | এখন বাংলা - Ekhon Bangla
আশা করি এই পোস্টটি বা " Income Tax Update : Budget 2024-এ বড়ো ঘোষণা নির্মলা সীতারামনের, বাঁচবে ১৭,৫০০ টাকার কর! " এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।