Telegram Group Join Now
WhatsApp Group Join Now

 

DA Case Judgment : ডিএ মামলার রায় এবার আর বেশি দূরে নয়! ইউনি
DA Case Judgment : ডিএ মামলার রায় এবার আর বেশি দূরে নয়! ইউনিটি ফোরামের বড় ইঙ্গিত সামনে

টি ফোরামের বড় ইঙ্গিত সামনে

পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য ডিএ মামলার রায় এখন যেন আশা-নির্ভর এক প্রতীক্ষার নাম। বহু বছর ধরে চলা আইনি প্রক্রিয়া শেষে শুনানি সম্পূর্ণ হলেও কবে রায় ঘোষণা হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ঠিক সেই সময়ই নতুন করে আশার আলো দেখাল ‘ইউনিটি ফোরাম’-এর তাজা বার্তা।

ইউনিটি ফোরামের গুরুত্বপূর্ণ আপডেট—আশায় বুক বাঁধছেন কর্মীরা

শুনানি শেষ হয়েছে প্রায় দুই মাস হতে চলল। স্বাভাবিকভাবেই কর্মচারীদের মনে প্রশ্ন—রায় কবে? এতদিনের জট কখন কাটবে?

এই পরিস্থিতিতেই ইউনিটি ফোরামের প্রতিনিধি দেবপ্রসাদ হালদার জানালেন, ডিএ মামলার রায় ঘোষণার পরিবেশ তৈরি হচ্ছে দ্রুতগতিতে। তাঁর দাবি, জাজমেন্ট প্রকাশের প্রবল সম্ভাবনা সামনে এসেছে।
যে উৎকণ্ঠা, দোটানা এবং অপেক্ষার মধ্যে কর্মীরা এতদিন ছিলেন, সেই চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

রায় কবে ঘোষণা হতে পারে? দুটি সম্ভাব্য সময়সীমা সামনে

দেবপ্রসাদ হালদার যে দুইটি সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছেন, তা কর্মীদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি করেছে—

সম্ভাবনা

সময়সীমা

সর্বাধিক সম্ভাবনা

১৯ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে

বিকল্প সম্ভাবনা

২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ

অর্থাৎ, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই রায় ঘোষণা হতে পারে। তবে কোনো কারণে যদি বিচারপ্রক্রিয়া আরও কয়েকদিন সময় নেয়, তাহলে নতুন বছরের প্রথম সপ্তাহেই রায় শুনতে পাওয়া যেতে পারে।

কর্মচারীদের প্রতিক্রিয়া—“রায় যাই হোক, এখন চাই দ্রুত সিদ্ধান্ত”

রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষকমহলে এখন একটাই প্রত্যাশা—আর দেরি নয়, রায় দ্রুত প্রকাশ হোক।
দীর্ঘসূত্রিতা ও অধীর অপেক্ষায় অনেকেই মানসিকভাবে ক্লান্ত।

অনেকে বলছেন—
“ফল যাই হোক, অন্তত অনিশ্চয়তার অবসান হোক।”

ঠিক সেই কারণেই ইউনিটি ফোরামের এই বার্তা কর্মীদের কাছে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ।

আরোও পড়ুন লক্ষী ভান্ডার এখন অতীত! নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 করে টাকা দেওয়া হবে


আরোও পড়ুন মাত্র ২৪৯ টাকায় ৪৫ দিনের প্ল্যান! BSNL-এর নতুন অফারে টেলিকম দুনিয়ায় হইচই


আরোও পড়ুন WB Govt Employee: রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর? ১০% ডিএ বৃদ্ধির সম্ভাবনা!

Google News

Follow Now

Telegram Channel

Follow Now

WhatsApp Channel

Follow Now

DA Case Judgment: ডিএ মামলার রায় এবার আর বেশি দূরে নয়! | এখন বাংলা - Ekhon Bangla

আশা করি এই পোস্টটি বা " DA Case Judgment: ডিএ মামলার রায় এবার আর বেশি দূরে নয়! "এখন বাংলা - Ekhon Bangla থেকে আপনি উপকৃত হবেন। প্রতিদিন সব খবর সবার আগে জানতে এখন বাংলা বা www.ekhonbangla.in ওয়েবসাইট দেখুন অথবা আমাদের Google News এ (Follow Us) ফলো করুন এবং আমাদের Telegram Channel Follow, WhatsApp Channel Follow করুন, ধন্যবাদ।

নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now