আশার আলো ভারতে! করোনার সম্ভাব্য ভ্যাকসিন আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানী!
নিউজ ডেস্ক : আশার আলো ভারতে। সম্প্রতি করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করা হয়েছে। চিকিৎসক বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের ফল মিলেছে অবশেষে। এই অসম্ভবকে সম্ভব করেছে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. সীমা মিশ্র। হাসপাত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা বলেন তাদের গবেষণা যদি সঠিক হয় তাহলে খুব শীঘ্রই কবল থেকে মুক্তি পাবে গোটা বিশ্ব। বেঁচে যাবে গোটা বিশ্ব। ভ্যাকসিনের নাম T cell এপিটোপিস৷
সাধারনত COVID0-19 এর সংক্রমণ রোধে এই ভ্যাকসিন কাজে লাগানো যেতে পারে৷ এই ভ্যাকসিন মূলত কোষের মধ্যে গিয়ে প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে করোনা ভাইরাসকে কোষে ছড়িয়ে পড়া থেকে আটকাবে৷ এর ফলে কোন ভাইরাসের প্রোটিন ধ্বংস হবে কোষেই। এই ভ্যাকসিনটি সফলতা পাবে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ভ্যাকসিনের রিপোর্ট পাওয়া যাবে।
এই ভ্যাকসিন যদি করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম হয় তাহলে সারাবিশ্বে নজির গড়বে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়। দিনদিন করোনা ভাইরাস প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে এরকম চলতে থাকলে পৃথিবী একদিন জনমানব হীন হয়ে পড়বে। এই রোগের কবল থেকে মুক্তি পেতে তটস্থ হয়ে পড়েছে সারা বিশ্ব। সারা বিশ্বের প্রায় ৬ লক্ষ মানুষ আক্রান্ত করোনা ভাইরাস এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার মানুষের। ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত ৯৮৪ জন এবং মৃতের সংখ্যা ১৯।
আশার আলো ভারতে! করোনার সম্ভাব্য ভ্যাকসিন আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানী | এখন বাংলা - Ekhon Bengla
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়