Telegram Group Join Now
WhatsApp Group Join Now


দেশবাসীকে ঘরে আটকে রাখতে রামেই ভরসা কেন্দ্রের! পুনঃসম্প্রচারিত হবে ‘রামায়ণ’ | এখন বাংলা - Ekhon Bengla





দেশ: লকডাউনে দেশবাসীকে গৃহবন্দি করে রাখতে দূরদর্শনে ফের সম্প্রচার করা হবে রামায়ন। টানা ২১ দিনের লকডাউনে দেশবাসীকে ঘরে বাঁধতেই এই উদ্যোগ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর কাছে এই মেগা সিরিয়াল পুনঃসম্প্রচারের জন্য আবেদনও জানান বেশ কিছু মানুষ।




সময়টা আশির দশক, রবিবার ঘড়ির কাঁটায় ১১টা বাজলেই পড়াশোনা ফেলে টেলিভিশনের সামনে বসে পড়ত বাড়ির আট থেকে আশি। একঘণ্টা কারোর মুখে কোনও সাড়া নেই। সেই খুশির একঘণ্টা দেশের লকডাউন পরিস্থিতিতে জনগনের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। যে কোন প্রকারেই হোক এই দিনগুলোয় মানুষকে ঘরে রাখতে কোন ত্রুটি রাখতে চায় না কেন্দ্রীয় সরকার। তাই কিছুটা মানুষের আবেদনে সাড়া দিয়ে আগামিকাল থেকে দূরদর্শনে ফের সম্প্রচার করা হবে এককালের সেরা মেগা রামানন্দ সাগরের ‘রামায়ন’। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে জানান,”ঘরবন্দি মানুষের কথা ভেবেই ২৮ মার্চ থেকে দূরদর্শনে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত আরও একবার দেখানো শুরু হবে। যাঁরা সকালে দেখতে পাবেন না তাঁদের জন্য পুনঃপ্রচারিত হবে রাত ৯টা থেকে ১০টা।"




এই ধারাবাহিকের হাত ধরে ঘরে ঘরে আরও একবার ঢুকে পড়তে চলেছেন ‘রাম’ অরুণ গোভিল, ‘সীতা’ দীপিকা চিখালিয়া, ‘লক্ষ্মণ’ সুনীল লাহিড়ি। প্রায় ৩৩ বছর পর ফের এই মেগা সম্প্রচার করা হচ্ছে। রামায়ণের এই ত্রয়ী কিছুদিন আগে কপিল শর্মার শো-তে এসেছিলেন। তাঁদের কথা, শো-এর সময়ের নানা অভিজ্ঞতা দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। সেই জোড়ি ফিরছে শুনে সব বয়সের দর্শকই বেশ খুশি।




রামানন্দ সাগর রচিত, প্রযোজনা ও পরিচালিত এই শো-তে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন দারা সিং (হনুমান), ললিতা পাওয়ার (মন্থরা) বিজয় অরোরা (ইন্দ্রজিৎ) এবং অরবিন্দ ত্রিবেদী (রাবণ)। রাম-রাবণের যুদ্ধে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে জিতেছিলেন রামচন্দ্র। দেশের ওপর বর্তমানে করোনার অশুভ ছায়া। ঘোর কলিতে সেই ছায়া সরিয়ে কী জিততে পারবে দেশবাসী? রামায়ন দেখে বাড়ির বাধ্য সন্তান হয়ে কি চুপ করে ঘরে বসে থাকতে পারবেন সকলে? সেটাই আপাতত বড় প্রশ্ন।




এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : sangbad pratidin


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now