ত্রাণ তহবিলে দান করলে আয়করে ছাড় ঘোষণা মমতার
এখন বাংলা প্রতিবেদন, কলকাতা: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলে আয়কর লাগবে না। শুক্রবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছন। এদিনও মুখ্যমন্ত্রী রাজ্য সরকার গৃহীত কিছু পধক্ষেপ করার কথা ঘোষণা করেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে, আপাতত একমাস বিনামূল্যে রেশন দেবে। পরিস্থিতি খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, কর্তব্যে গাফিলতির অভিযোগে বেশ কয়েকজন পুলিশকর্মীকে ‘ক্লোজড’ করা হয়েছে।
এদিনের সাংবাদিক সম্মলনে মুখ্যমন্ত্রী আবার গুজব খবর নিয়ে মুখ খোলেন। করোনা নিয়ে ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,একজন ডাক্তার ডিউটি করছেন, আর কেউ কেউ তাঁকে অসুস্থ বলে রটিয়ে দিচ্ছে। আমি প্রশাসনকে বলেছি দেখতে। যারা এসব করবে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের ব্যাপারে সিআইডি, এসটিএফ নজর রাখছে।”
ঘটনার সূত্রপাত বেলেঘাটা আইডি হাসপাতাল। কে বা কারা এক চিকিৎসকের নাম করে বৃহস্পতিবারই ফেসবুক-হোয়াটস অ্যাপে গুজব ছড়িয়েছিল, তিনি করোনা আক্রান্ত। এনিয়ে শুক্রবার সকালেই স্বাস্থ্য ভবন জানিয়ে দেয় পুরোটাই মিথ্যে কথা। বিকেলে সাংবাদিক বৈঠক করে ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়