WhatsApp Channel Join Now
Google News Follow Now


মদ দোকান বন্ধ হওয়ায় হতাশ মদপ্রেমীরা, ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে মিলবে মদ কেরালায়



মদ দোকান বন্ধ হওয়ায় হতাশ মদপ্রেমীরা, ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে মিলবে মদ | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : দেশজুড়ে লকডাউনের জেরে ইতিমধ্যে বন্ধ হয়েছে সমস্ত মদের দোকান। ফলে হাহাকার পড়ে গেছে দেশের একদল মানুষের মধ্যে। তবে কেরালার ছবিটা কিছুটা আলাদা এবং সিরিয়াস।




ইতিমধ্যে কেরালায় মদ না পেয়ে একাধিক মানুষের মৃত্যুর খবর ঘটেছে। একিউট উইথড্রল সিনড্রোম নামের এই রোগে অসুস্থ হয়ে একাধিক মানুষ জলে ঝাঁপ দিয়ে বা অন্য নানাভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। একজন ব্যক্তি মদ না পেয়ে আফটার শেভ লোশন খেয়ে নিয়েছিলেন। পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।




রাজ্যের মানুষের এহেন দুর্দশা দেখে জরুরি বৈঠকে বসেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বৈঠকের পর তিনি জানান উইথড্রল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা ডাক্তারের প্রেসক্রিপশন আনলে মদ পাবে। সেইসঙ্গে কেন্দ্রের খরচে তাদের নেশা ছাড়ানোর চিকিৎসা করা হবে। ইতিমধ্যে করোনাভাইরাস কেরালায় থাবা বসিয়েছে ২০০ জনের উপর।




মদ দোকান বন্ধ হওয়ায় হতাশ মদপ্রেমীরা, ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে মিলবে মদ কেরালায়



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন