বিশ্ব: চিন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও করোনা নিয়ে উদ্বিগ্ন ইটালি, স্পেন, ইরানের মতো দেশ। আক্রান্তের সংখ্যায় আবার বাকি সব দেশকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। ভারতের মাটিতেও নিজের আধিপত্য বিস্তার করে চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে ভারতে মৃতের সংখ্যা ১৮। আক্রান্তের সংখ্যা ৭০০ পেরিয়ে গেল। রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। গোটা দেশে লকডাউনকে হাতিয়ার করে করোনার স্টেজ – থ্রি বা তৃতীয় পর্যায়ের সংক্রমণ আটকাতে মরিয়া ভারত। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। করোনা পরিস্থিতির সমস্ত আপডেট –
সকাল ৮.৪৫: সকাল ১০ টায় সাংবাদিকদের মুখোমুখি হবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস।
সকাল ৮.৩৫: শুক্রবার নতুন করে চিনে ভাইরাস মিলল আরও ৫০ জনের শরীরে। আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ছাড়াল। মৃত্যু হয়েছে ৩০০০-এরও বেশি মানুষের।
সকাল ৮.২০: তীব্র সংকটে আরেমিকা। চিন ও ইটালির চেয়েও সে দেশে আক্রান্তের সংখ্যা বেশি। মার্কিন মুলুকে COVID-19 ভাইরাসের শিকার ৮২ হাজারেরও বেশি মানুষ। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩৩ জনের।
সকাল ৮.০০: তৃতীয় দিনে পা দিল লকডাউন। নিস্তব্ধ রাজ্য-সহ গোটা দেশ। মানুষের ঘরের বাইরে বেরনোর প্রবণতার হার তুলনামূলক কম।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : Google