মালদায় আরোও রিপাের্ট পজিটিভ 'রেড জোন ’ এ ঘোষণা করা হলো মালদা জেলা



এবার দ্বিতীয় কারও রিপাের্ট পিজিটিভ 'রেড জোন ’ এ ঘোষণা করা হলো মালদা জেলা




মালদা : মালদার মানিকচকের পর এবার রতুয়া ব্লকে দ্বিতীয় করােনা আক্রান্তের হদিশ মিলল । মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মঙ্গলবার রাতে ১০ জন সন্দেহজনক রােগীর লালারস টেস্ট করা হয় । তাদের মধ্যে একজনের রিপাের্ট করােনা পজিটিভ । মালদায় প্রথম করােনা আক্রান্ত ধরা পড়ে মানিকচক ব্লকের এক শ্রমিকের। 




বর্তমানে করােনা আক্রান্ত ওই শ্রমিক শিলিগুড়ির করােনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । মঙ্গলবার সকাল থেকে মালদা মেডিকেলে জেলার বিভিন্ন প্রান্তের ২৭৫টি লালারস সংগ্রহ করে টেস্ট করা হয় । বিকেল চারটা পর্যন্ত ১২৪টি রিপাের্ট করােনা নেগেটিভ আসে । রাতে ১০ জনের টেস্ট করার সময় এক জনের পজিটিভ এসেছে । জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে , রতুয়ার বাহারালের ওই ব্যক্তির রিপাের্ট করােনা পজিটিভ রিপাের্ট এসেছে । 






অতি সম্প্রতি মালদহ মেডিক্যাল কলেজে ( Malda Medical College ) কোভিড টেস্টের পরিকাঠামাে তৈরি হয়েছে । দিনে ৯০টি নমুনা পরীক্ষা করা যায় এখানকার পরীক্ষাগারে এবার দ্বিতীয় কারও রিপাের্ট পিজিটিভ এসেছে । গত দুই দিনে ওই জেলায় করােনায় সংক্রমিত হয়েছেন ২ জন । তাই এবার ' রেড জোন ’ এ ঘোষণা করা হলো মালদা জেলা।




এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন