‘ওঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের বড় ক্ষতি হয়ে গেল,’ শোকবার্তায় জানালেন প্রধানমন্ত্রী
বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত অভিনেতা ইরফান খান। ২০১৮ সাল থেকে কর্কট রোগে ভুগছিলেন তিনি। তবুও লড়াই চালিয়ে জাচ্ছিলেন জীবনের হাত শক্ত করে ধরে রেখে। কিন্তু শেষ রক্ষা হল না। ইরফান খানের প্রয়াণে শোকের ছায়া শুধুমাত্র চলচ্চিত্র জগতেই নয়, সারা দেশে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ইরফান খানের মৃত্যু সারা দুনিয়ার চলচ্চিত্র ও নাট্য জগতের ক্ষতি। ওঁকে সারা বিশ্ব মনে রাখবে অত্যন্ত প্রতিভাশালী এক অভিনেতা হিসেবে, যাঁর সর্বত্র অবাধ যাতায়াত ছিল। ওঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইরফানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‘প্রখ্যাত অভিনেতা ইরফান খানের প্রয়াণে শোকাহত। ওঁর অসাধারণ সব কাজ আগামী প্রজন্মের কাছে লেগাসি হয়ে থেকে যাবে। কয়েক বছর আগে কলকাতায় এসে ও আমার সঙ্গে দেখা করেছিল... মনে পড়ে যাচ্ছে। ওঁর পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’
বুধবারই দুপুর ৩টে নাগাদ ইরফান খানের শেষ কৃত্য সম্পন্ন হয়। তাঁকে কবর দেওয়া হয় ভার্সোভার কবরস্থানে। উপস্থিত ছিলেন পরিবার, নিকট আত্মীয় এবং বন্ধুরা।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad