'মাস্ক হবে সভ্য সমাজের নতুন পরিচিতি'! মন কি বাতে মোদী



'মাস্ক হবে সভ্য সমাজের নতুন পরিচিতি'! মন কি বাতে মোদী




করোনা মহামারি, লকডাউন, অর্থনৈতিক স্থবিরতা- এমনই গভীর এক প্রতিকূল পরিস্থিতিতে রবিবার, ‘মন কি বাত' ( Mann Ki Baat) অনুষ্ঠানে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা পরিস্থিতি নিয়ে দেশের উদ্দেশে বেশ কয়েকবার ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি গরিব, পরিযায়ী শ্রমিক ও দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং সাধারণ মানুষকে লকডাউনের পরিস্থিতিতে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন।




কঠিন সময়ে পরস্পরের পাশে দাঁড়ানোয় দেশবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী। এ দিন তিনি বলেন, 'covidworriors.gov.in-এর মাধ্যমে সামাজিককর্মী, আশাকর্মী, স্বাস্থ্যকর্মী-সহ নানা পেশার কর্মীরা যুক্ত হয়েছেন। আপনিও দেশসেবায় এগিয়ে আসতে পারেন। হয়ে উঠতে পারেন করোনা-যোদ্ধা। ভারতে করোনার বিরুদ্ধে লড়াই পিপল ড্রিভেন। এখানে জনতা লড়াই করছে, নেতৃত্বও দিচ্ছে। মাস্ক সভ্য সমাজের প্রতীক হয়ে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না। দো গজ কি দূরী, বড়ি হ্যায় জরুরি। আজ করোনা আপনার বাড়িতে যায় নি, অফিসে যায় নি, মানে কাল যাবে না, এই মনোভাব রাখবেন না, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'।




অল ইন্ডিয়া রেডিয়োতে ‘মন কি বাত’ উপস্থাপনা করে থাকেন মোদী। ২০১৪ সাল থেকে নিয়মিত করে আসছেন। ইতোমধ্যে ৬২টি পর্ব সম্পন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে। গত মাসের 'মন কি বাত' অনুষ্ঠানে কী ভাবে বেঁচে ফেরা যায়, সে কথাই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের পর প্রথম অনুষ্ঠানে করোনার সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠা দু'জনের সঙ্গে কথা বলেন তিনি।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন