বাজারে ভিড়, 'শিক্ষা দিতে' লাঠি হাতে আসরে নামলেন ঘরের মেয়ে-বউরা!
সরকারের বিধিনিষেধকে তোয়াক্কাই করছেন না অনেেক। নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারেও সেরকমই চিত্র।
এই পরিস্থিতিতে এবার আসরে নামলেন এলাকার বিভিন্ন বাড়ির মেয়ে-বউরা।
বাজারে কমেছে ভিড়, মাস্ক ছাড়া কেউ বাজারে নেই। অনেকেই বলছেন, প্রশাসন যে কাজ করতে পারেনি, মহিলারা করে দিয়েছেন।
এই সময় ডিজিটাল ডেস্ক: বারবার বলা হয়েছে, সতর্ক করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে বাজার করে মানুষ, তা নিয়ে অনেকেই এখনও উদাসিন। সরকারের বিধিনিষেধকে তোয়াক্কাই করছেন না অনেেক। নিউটাউনের গৌরাঙ্গনগর বাজারেও সেরকমই চিত্র। পুলিশের লাঠি-নিষেধাজ্ঞা কিছুতেই কাজ হচ্ছে না। এই পরিস্থিতিতে এবার আসরে নামলেন এলাকার বিভিন্ন বাড়ির মেয়ে-বউরা।
হাতে লাঠি নিয়ে পথে নেমেছেন তাঁরা। বাজারে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, মাস্ক ছাড়া বাজারে নৈব নৈব চ! যাঁরা মাস্ক ছাড়া এসেছিলেন, তাঁদের বাড়ি ফিরিয়ে দিয়েছেন মহিলারা। এমনকী বিক্রেতাদেরও তাঁরা বলেছেন, বিক্রি করতে হলে ক্রেতাদের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে।
এলাকার প্রমীলা বাহিনীর এই পদক্ষেপে রীতিমতো কাজ হয়েছে। বাজারে কমেছে ভিড়, মাস্ক ছাড়া কেউ বাজারে নেই। অনেকেই বলছেন, প্রশাসন যে কাজ করতে পারেনি, মহিলারা করে দিয়েছেন।
উল্লেখ্য, এ দিনও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বলেন, 'দয়া করে বাড়ি থেকে বেরোবেন না। পুলিশ একা কিছু করতে পারবে না, আপনারাও সচেতন হোন। খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না।'
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad