২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু, এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক



২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু, এখনও পর্যন্ত একদিনে সর্বাধিক




করোনা সংক্রমণের বিরুদ্ধে কঠিন লড়াই লড়েই চলেছে ভারত তথা গোটা বিশ্ব। মারণ জীবাণু প্রাণ কেড়েছে বিশ্বের ১ লক্ষ ৭৭ হাজারেরও বেশি মানুষের। সংক্রমণ ছড়িয়েছে ২৫ লক্ষেরও বেশি মানুষের শরীরে। মৃত্যুর নিরিখে রেকর্ড গড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে করোনার বলি ৪৫ হাজার ছাড়িয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতেও বাড়ছে ভাইরাসের দাপট। দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০। হটস্পট হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি জেলায় নতুন করে সংক্রমণের খবর না মেলায় কিছুটা স্বস্তি। এ রাজ্যে মারণ জীবাণু প্রাণ কেড়েছে ১৫ জনের। আক্রান্তের সংখ্যা ২৭৪। তারই মধ্যে চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত। কেন্দ্রীয় প্রতিনিধি দলের বাংলা সফরে নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় চিঠি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:




সকাল ৮.৩০: গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু। এখনও পর্যন্ত একদিনে এই সংখ্যা সর্বাধিক। একদিনে আক্রান্তের সংখ্যা ১৩৮৩। ভারতে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯,৯৮৪, সুস্থ হয়েছেন ৩৮৭০ জন। মৃত বেড়ে ৬৪০। 




50 deaths and 1383 new cases reported in last 24 hours as India’s total number of positive cases stands at 19,984 (including 3870 cured/discharged/migrated and 640 deaths) https://t.co/ZdpSUTPk24




— ANI (@ANI) April 22, 2020




সকাল ৮টা: স্বরাষ্ট্রমন্ত্রককে এবার পালটা চিঠি রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার। সরকারকে আগে থেকে না জানিয়ে রাজ্যে আসার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিবহণের ব্যবস্থা করা যায়নি এবং কেন্দ্রীয় প্রতিনিধিরাও কোনও সাহায্য রাজ্যের কাছে চায়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব।




Inter-Ministerial Central Team (IMCT) yesterday visited different parts of the Kolkata in West Bengal ‘to make an on the spot assessment of the implementation of the lockdown measures’. https://t.co/miwFOQdEAB




— ANI (@ANI) April 22, 2020





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন