আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ! স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা
করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চললেও দিন দিন খুব ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও বাড়ছে করোনার প্রকোপ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যন্ত্রক সূত্রে খবর, রাজ্যে এপর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন।
রাজ্যে করোনা পরিস্থিতি বেগতিক দেখে আগামী ১০ই জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দেশে লকডাউন বৃদ্ধির বিষয় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেই বৈঠকের শেষে নবান্ন থেকে রাজ্যের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে বন্ধ রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We are thinking of allowing bakeries to function but proper protocol should be followed so that no violation takes place: West Bengal CM Mamata Banerjee https://t.co/5hUjTgttww
— ANI (@ANI) April 11, 2020
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়