'পেয়ার করোনা!' লকডাউনে নিজের কথায় গান গাইলেন সলমান
লকডাউনে ফার্ম হাউসে বন্দি বলিউডের মেগাস্টার সলমান খান। সঙ্গী তাঁর ভাই সোহেল খানের পুত্র নির্বাণ খান। কাকা-ভাইপোতে কোয়ালিটি টাইম কাটানোর পাশাপাশি নিজের ঘোড়াকে সময় দেওয়া। এ ভাবেই কাটছে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতার লকডাউন মুহূর্ত। পাশাপাশি দুর্দশাগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে যাচ্ছেন যথাসাধ্য।
তবে এই অবস্থায় ভক্তদের কথাও ভোলেননি বজরঙ্গি ভাইজান। তিনি নিজে কীভাবে ফার্ম হাউসে সময় কাটাচ্ছেন, সেই ছবি ও ভিডিয়ো শেয়ার করে ভক্তদের বারবার ঘরে থাকার আবেদন জানিয়েছেন তিনি। সচেতনতা প্রচারে এ বার আসছে তাঁর গাওয়া গান।
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই খবর দিলেন বলিউডের সুলতান। প্রকাশিত হল তাঁর গানের টিজার। সোমবার গানটি মুক্তি পাবে ইউ টিউবে। গানটির নাম, 'পেয়ার করোনা।'
হুসেন দালালকে সঙ্গে নিয়ে গানটি লিখেছেন স্বয়ং সলমান। আর তাতে সুর দিয়েছেন সাজিদ ওয়াজিদ। টিজারটিতে #IndiaFightsCorona ও #StayHomeStaySafe হ্যাশট্যাগ দুটি দেওয়া হয়েছে।
'ম্যাজিকটা থামাস না', টালমাটাল উনিশ এপ্রিলে জাদুকর বন্ধুর খোঁজে প্রসেনজিৎ!
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়
Source : BanglaSonbad