Telegram Group Join Now
WhatsApp Group Join Now


মাস্ক পড়ে আসুন, তবেই মিলবে তেল! পেট্রোল পাম্পে জারি নয়া নির্দেশিকা



মাস্ক পড়ে আসুন, তবেই মিলবে তেল! পেট্রোল পাম্পে জারি নয়া নির্দেশিকা




 হেলমেট এর সাথে এবার থেকে বাইক চালকের থাকতে হবে মাস্ক। তিন চাকা বা চার চাকার ক্ষেত্রে পেট্রোল পাম্পে ডিজেল বা পেট্রোল ধরতে গেলেও লাগবে মাস্ক। নদীয়ার কালনা ঘাট রোডে পেট্রোলপাম্পে এক ধাপ এগিয়ে সরকারি নির্দেশ আসার আগেই শুধু মানবিকতা কারণেই নিয়েছেন এ সিদ্ধান্ত। মোটরবাইক আরোহীরা এ প্রসঙ্গে জানান, খুব যুগান্তকারী , অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার।



Advertisement














এখন থেকে আমরা অভ্যস্ত হয়ে যাব, মাক্স ব্যবহার করতে। শুধু করোনা নয়, হাঁচি-কাশি সংক্রান্ত সংক্রামক কিছু রোগের হাত থেকে, রাস্তার ধুলো থেকে, প্রচণ্ড তাপদাহে রাস্তার লু থেকে রক্ষা পাওয়ার জন্য এটা আমাদের জন্য মঙ্গলদায়ক। এই পেট্রোল পাম্প সুনামের সাথে তিন বোন মিলেই চালান দীর্ঘদিন থেকে। হেলমেট সংক্রান্ত নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতেন, ফলে এই এলাকার প্রতিদিন তেল পড়তে আসা প্রায় 200 জনকে অনড় সিদ্ধান্ত জন্যই হেলমেট অভ্যাস করাতে পেরেছেন।




এবারে মাস্কের বেলাও 100% আশাবাদী তিন বোন। শান্তিপুর ব্লকের তিনটি পেট্রলপাম্প এর মধ্যে অন্য আরেকটি সবচেয়ে পুরাতন ,বাইপাস সংলগ্ন কমলা সার্ভিস স্টেশনেও ধরা পড়ল একই চিত্র। কিন্তু আরেকটি কন্দখোলা পেট্রোল পাম্পে এখনো নির্দেশিকা আসেনি বলে জানান।







Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now