Telegram Group Join Now
WhatsApp Group Join Now


লকডাউনের মধ্যে বিশাল পতন সোনার দামে, সস্তা রুপোও





লকডাউনের মধ্যে বিশাল পতন সোনার দামে, সস্তা রুপোও | এখন বাংলা - Ekhon Bengla
লকডাউনের মধ্যে বিশাল পতন সোনার দামে, সস্তা রুপোও | এখন বাংলা




চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। শুক্রবার বাজার বন্ধের সময় মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩.৪৮ শতাংশ কমে দাঁড়ায় ৪৫,৬১৪ টাকা।এ দিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম দেড় শতাংশের বেশি হ্রাস পায়।





দেশজোড়া লকডাউনের মধ্যে এক ধাক্কায় বেশ কিছুটা দাম কমল সোনার। ঘরোয়া ইক্যুইটি বাজার চনমনে ভাব এবং ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধির ফলশ্রুতিতে শুক্রবার সোনার দাম এক ধাক্কায় তিন শতাংশের বেশি হ্রাস পেয়েছে। এদিন বাজার বন্ধের সময় মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ( MCX) প্রতি ১০ গ্রাম সোনার দাম ৩.৪৮ শতাংশ বা ১,৬৪৪ টাকা কমে দাঁড়ায় ৪৫,৬১৪ টাকা। এর ঠিক আগের দিন MCX-এ লেনদেন বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৪৭,২৫৪ টাকা। প্রতি কেজি রুপোর দাম ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩,৬০০ টাকা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার মূল্যের অবনমনের জেরে চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। বাদ ছিল না রুপোও।




এ দিকে, ঘরোয়া বাজারে গয়নার সোনার দাম মূলত স্থির করে ব্যবসায়ীদের সংগঠন ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)। তাদের বেঁধে দেওয়া দর অনুসারে দেশের অধিকাংশ সোনার দোকানে গয়নার সোনার মূল্য স্থির হয়। IBJA-র তথ্য অনুসারে, শুক্রবার সন্ধ্যায় প্রতি ১০ গ্রাম গয়নার সোনার দাম কমে দাঁড়িয়েছে ৪৫,৭১৩ টাকা। গত ১৬ এপ্রিল সন্ধ্যায় এর দর ছিল ৪৬,৯২৮ টাকা। অবশ্য গয়নার ক্ষেত্রে এর সঙ্গে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (GST), স্থানীয় কর এবং মেকিং চার্জ। এদিকে, প্রতি কিলো রুপোর দাম দাঁড়িয়েছে ৪২,২৭০ টাকা। গতকাল এর দাম ছিল ৪৩,৫৫০ টাকা।




ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এদিন দাম কমেছে সোনার। মার্কিন অর্থনীতি ফের চালু করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরিপ্রেক্ষিতে তুলনামূলক ঝুঁকিপূর্ণ সম্পদে লগ্নির প্রতি লগ্নিকারীদের ঝোঁক বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম দেড় শতাংশের বেশি হ্রাস পায়।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now