ভারতে রেকর্ড মৃত্যু! মাথাব্যথা বাড়াচ্ছে এই দুই রাজ্য
দেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা সংক্রমন। বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। যা ভারতে প্রতিদিন ঘটে চলা মৃতের সংখ্যা হিসেবে সর্বাধিক। দেশে এপর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে মোট ৯৩৪ জনের।
কেন্দ্রীয় সাস্থমন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৪৩ জন। এই বৃদ্ধির কারণে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯,৪৩৫ জন। নতুন করে করোনা সংক্রমিত হওয়ার পাশাপাশি বাড়ছে করোনার হাত থেকে মুক্ত হওয়া রোগীর সংখ্যা। দেশে এপর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ জীবন লাভ করেছেন ৬,৮৬৯ জন রোগী।
দেশে করোনা পরিস্থিতি নিয়ে মাথাব্যথা বাড়াচ্ছে মহারাষ্ট্র ও গুজরাত। করোনা সংক্রমণের দিক থেকে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে এই দুটি রাজ্য। মহারাষ্ট্রে এপর্যন্ত করোনার বলি হয়েছেন ৩৪২ জন। এবং মোট আক্রান্তের সংখ্যা ৮,০৬৮। অপর দিকে গুজরাতে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩০১ জনে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়