WhatsApp Channel Join Now
Google News Follow Now


ঝড়ের দাপটে গঙ্গাসাগরে ভাঙল বাড়ি, তচনচ পান বরজ, বাসিন্দাদের পাশে দাঁড়াল পুলিশ



ঝড়ের দাপটে গঙ্গাসাগরে ভাঙল বাড়ি, তচনচ পান বরজ, বাসিন্দাদের পাশে দাঁড়াল পুলিশ




সমরেশ মন্ডল, সাগরদ্বীপঃ লকডাউনের মাঝে রাত থেকে টানা ঝড় বৃষ্টির জেরে সাগরদ্বীপের একাধিক এলাকায় প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত ধসপাড়া সুমতিনগর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ন এলাকায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে মাটির ঘর,ক্ষয়ক্ষতি হয়েছে পানের বরজে।  মাটির ঘর ভেঙে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। সেই অবস্থায় সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এল সাগর থানার পুলিশ। সাগর থানার ওসি বাপি রায়ের উদ্যোগে পুলিশ কর্মীরা আশ্রয়হীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাঁদের হাতে তুলে দিলেন ত্রিপল।





উল্লেখ্য, গতকাল রাত থেকে সাগরের একাধিক এলাকায় প্রবল ঝড় বৃষ্টি হয়। ঝড় বৃষ্টির জেরে সুমতিনগর -২  গ্রামপঞ্চায়েতের একাধিক এলাকায় ঘরবাড়ি ভেঙে পড়ে। মূলত মাটির ঘর ভেঙে যায়। এলাকার মূল অর্থকরী ফসল পান।পানের বরজও ঝড়ের দাপটে তচনচ হয়ে গিয়েছে। বরজে নষ্ট হয়ে গিয়েছে পান। সেই পরিস্থিতিতে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।অন্যদিকে সাগরের একাধিক জায়গায় জোয়ারের জল উঠে বাঁধ ভাঙারও খবর পাওয়া গিয়েছে। মৃত্যুঞ্জয়নগর,বোটখালি এলাকায় সাগরের পাড় ভেঙে গেছে।ফলে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা।


একদিকে লকডাউনের জেরে বাড়ির বাইরে বের হয়ে পড়ছেন না কোনো মানুষ। ফলত টান পড়েছে পেটে। সেই অবস্থায় কোনরকমে জীবন যাপন করছিলেন তাঁরা। তারই মাঝে প্রবল ঝড়বৃষ্টির জেরে ঘর বাড়ি ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।নিরাশ্রয় হয়েছেন অনেকেই। তবে সেই সব সাধারণ মানুষের কথা মাথায় রেখে এগিয়ে আসেন আসে সাগর থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই সাগর থানার পুলিশ কর্মী ও সিভিক ভলান্টিয়াররা পৌঁছে গেছেন ক্ষতিগ্রস্ত এলাকায়। এলাকার বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দেওয়ার পাশাপাশি যেকোনো অসুবিধায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন