করোনা আতঙ্কে লকডাউন! জামা মসজিদ সংলগ্ন এলাকায় আকাশ থেকে নজরদারি
![]() |
করোনা আতঙ্কে লকডাউন! জামা মসজিদ সংলগ্ন এলাকায় আকাশ থেকে নজরদারি |
মারণ ভাইরাস করোনা। যার প্রকোপ থেকে বাঁচতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারত। আগামী ১৪ই এপ্রিল শেষ হওয়ার কথা লকডাউনের মেয়াদ। কিন্তু বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে করে লকডাউন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ওড়িশা সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন।
লকডাউন ঘোষণা করা সত্ত্বেও তা মানছেন না বহু মানুষ। এবার পরিস্থিতি নজরে রাখতে ড্রোন ক্যামেরা ব্যাবহার করা শুরু করলো দিল্লি পুলিশ। জামা মসজিদের সংলগ্ন এলাকায় ওপর ড্রোনের নজরদারির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, তারা এই ভিডিওটি দিল্লি পুলিশের কাছ থেকে পেয়েছে। দেখুন সেই ভিডিও-
#WATCH: Delhi Police using drone cameras to monitor the situation in Jama Masjid area, amid lockdown due to #COVID19. (Source: Delhi Police) (09.04.2020) pic.twitter.com/iBRoNQu52A
— ANI (@ANI) April 10, 2020
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়