Telegram Group Join Now
WhatsApp Group Join Now





করোনা আতঙ্কে লকডাউন! জামা মসজিদ সংলগ্ন এলাকায় আকাশ থেকে নজরদারি





করোনা আতঙ্কে লকডাউন! জামা মসজিদ সংলগ্ন এলাকায় আকাশ থেকে নজরদারি | এখন বাংলা - Ekhon Bengla
করোনা আতঙ্কে লকডাউন! জামা মসজিদ সংলগ্ন এলাকায় আকাশ থেকে নজরদারি




মারণ ভাইরাস করোনা। যার প্রকোপ থেকে বাঁচতে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে গোটা ভারত। আগামী ১৪ই এপ্রিল শেষ হওয়ার কথা লকডাউনের মেয়াদ। কিন্তু বর্তমানে দেশের যা পরিস্থিতি তাতে করে লকডাউন বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ওড়িশা সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন।




লকডাউন ঘোষণা করা সত্ত্বেও তা মানছেন না বহু মানুষ। এবার পরিস্থিতি নজরে রাখতে ড্রোন ক্যামেরা ব্যাবহার করা শুরু করলো দিল্লি পুলিশ। জামা মসজিদের সংলগ্ন এলাকায় ওপর ড্রোনের নজরদারির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, তারা এই ভিডিওটি দিল্লি পুলিশের কাছ থেকে পেয়েছে। দেখুন সেই ভিডিও-












Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now