Telegram Group Join Now
WhatsApp Group Join Now


রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০৪ রাজ্য ২১ মে পর্যন্ত চলবে আংশিক লকডাউন



রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০৪ রাজ্য ২১ মে পর্যন্ত চলবে আংশিক লকডাউন




সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যসচিব জানিয়েছেন, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে ৷ আক্রান্ত চিকিৎসাধীন ৫০৪ জন ৷ নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে মৃতের সংখ্যা বাড়েনি ৷ এখনও পর্যন্ত করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে ৷ করোনা মুক্ত ১০৯ জন ৷




এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন চারজন ৷ রাজ্যের ১৪টি ল্যাবে এখনও পর্যন্ত করোনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২০৪৩টি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। আমরা কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তবে এ দিন প্রধানমন্ত্রীর শরীরী ভাষা দেখেও মনে হল এই অবস্থা চলবে। তাই আমরাও প্রস্তুতি রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন,‘‘ ২১ মে পর্যন্ত সাবধানে চলতে হবে। আমি আগেও বলেছিলাম। ৪৯ দিন সাবধান থাকতে হবে।” মুখ্যমন্ত্রী এ দিন বলেন, রাজ্যে সংক্রমণের মাত্রা অনুসারে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন হিসাবে যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে তা প্রকাশ করা হবে। তার ফলে মানুষ নিজেরাই সচেতন হতে পারবেন এবং নিজেদের মতো করেই আরও সতর্ক থাকতে পারবেন।




সোমবার নবান্ন থেকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে সংক্রমণ মুক্তের হার ১৮ শতাংশ ৷ একইসঙ্গে বাংলায় করোনা সংক্রমণ বৃদ্ধির হার সামান্য কমেছে বলেও জানান তিনি ৷ অন্য রাজ্যের তুলনায় বাংলায় সুস্থ হওয়ার হারও ভাল বলে মত মুখ্যসচিবের ৷নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি এদিন বলেন, ‘জোন চিহ্নিত করে ব্যবস্থা নেবে রাজ্যই। গ্রামের দিকে কীভাবে কাজকর্ম চালু করা যায়, খতিয়ে দেখা হচ্ছে।’ করোনা পরিস্থিতি নিয়ে তদারকিতে এদিন অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই গোষ্ঠীতে আছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্য সচিবও।




‘তিনি বলেন, ‘রাজ্য যদি জোন হিসেবে তালিকা প্রকাশ করে, তাহলে মানুষ আরও সতর্ক থাকতে পারবেন। আপাতত ২১ মে পর্যন্ত এরকমই চলবে।’ তাঁর অভিযোগ, ‘একটা করে সার্কুলার দিয়ে দিচ্ছে, আলোচনা ছাড়াই, স্টেটকে জিগ্যেস করাই হচ্ছে না। বলছে লকডাউন কঠোর করতে হবে। অথচ সব দোকান খুলে দেওয়ার কথা বলছে। এবার আমি মানুষকে কীভাবে বলব, দোকানে যাবেন না! দোকানদারদের কীভাবে বলব দোকান খুলবেন না। কোনও স্বচ্ছতা নেই। রাজ্যের সঙ্গে কিছুই আলোচনা করা হচ্ছে না।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now