মালদা জেলা পরিষদের সদস্যা অর্চনা মন্ডল এর সহযোগিতায় চলছে জীবাণুমুক্তর কাজ
নিজস্ব সংবাদদাতা : মালদা জেলা পরিষদের সদস্যা অর্চনা মন্ডল এর সহযোগিতায় বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিয়ামতপুর গ্রামের তিলক মন্ডলের বাড়ি এবং যে গাড়িতে করে মালদা জেলায় প্রথম করোনা পজিটিভ রুগী কলকাতা থেকে এসেছিল সেই গাড়িটি স্যানিটাইজ করা হলো।
এছাড়াও সাতটারীত সহ বিভিন্ন এলাকায় করোনা মুক্তের স্যানিটাইজার স্প্রে এর কাজ করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের মেম্বার অর্চনা মন্ডল, ইংলিশ বাজার ব্লক প্রেসিডেন্ট কল্যাণ মন্ডল, বিনোদপুর প্রধান, উপপ্রধান, মেম্বার ও মিল্কি ফাড়ির পুলিশ প্রশাসন ।
মারণভাইরাস করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। এই লকডাউন জারি আছে দেশ জুড়ে। করোনাভাইরাস এর জীবাণু ছড়িয়ে পড়ছে চারিদিকে, যার জন্য সংক্রামিত হচ্ছে অনেক মানুষ। সরকারের পক্ষ থেকে অনেক ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোনোভাবেই করোনা এই রাজ্যে ব্যাপক আকারে প্রভাব বিস্তার না করতে পারে। তাই ভাইরাস মুক্ত করতে পথে নামলেন মালদা জেলা পরিষদের সদস্যা অর্চনা মন্ডল। তার উপস্থিতি তে চলছে জীবাণুমুক্ত স্প্রে করার কাজ।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়