WhatsApp Channel Join Now
Google News Follow Now


Corona In India ভারতে শুরু লকডাউন ২.০ LIVE: কড়াকড়ির মধ্যেও বাড়ছে মৃত্যু



Corona In India ভারতে শুরু লকডাউন ২.০ LIVE: কড়াকড়ির মধ্যেও বাড়ছে মৃত্যু | এখন বাংলা - Ekhon Bengla




 নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন, ২১ দিনের লকডাউন, সামাজিক দূরত্বের নিদান মেনেও করোনা আক্রান্ত বাড়ছে। আর তাই প্রধানমন্ত্রীর বার্তা, ‘আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াই আরও কড়া হবে। ২০ এপ্রিল পর্যন্ত প্রতিটি রাজ্য, জেলার উপর নজর রাখা হবে। সেখানে লকডাউন ঠিক ভাবে কার্যকর হচ্ছে কি না, দেখা হবে।’





--- মুম্বইয়ের জেকব সার্কেলে চলছে পুলিশি টহলদারি।





--- বুধবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,৪৩৯। মৃতের সংখ্যা ৩৭৭। এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৩০৬ জন।




--- হিমাচল প্রদেশের উনা জেলায় একজনের শরীরে মিলল করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪।




--- বেসরকারি সূত্র অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১১,৪৮৭। মৃতের সংখ্যা ৩৯৩।




--- ICMR-এর তরফে জানানো হয়েছে ৭০ লাখ টেস্ট কিট অর্ডার দেওয়া হয়েছে। হাতে এসে যাবে যে কোনও মুহূর্তে।




---- লেহ-তে পরিযায়ী শ্রমিকদের জন্যে চলছে কাউন্সেলিং সেশন এবং খাবার বিলি।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন