আমেরিকায় ২৪ ঘণ্টায় ফের রেকর্ড ২৩৭৬ মৃত্যু, করোনা আক্রান্ত ৬.১১ লক্ষ
আমেরিকায় একটা গোটা দিনে ফের আড়াই হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হল প্রাণঘাতী ভাইরাসে। যার জেরে মৃতের সংখ্য়া লাফ দিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৬ লক্ষ।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনা রেকর্ড ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ হাজার ৩৭৬ জন। যার জেরে মৃত্যু বেড়ে হয়েছে ২৫ হাজার ৯৮৯। সেইসঙ্গে সারা দেশে আক্রান্ত বেড়ে হয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৭৭টি করোনা পজিটিভ কেস ধরা পড়ে।
করোনায় আক্রান্ত বা মৃতের হিসেবে আমেরিকার ধারেকাছে কেউ নেই। মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬০২ জন মারা গিয়েছেন। সবমিলিয়ে মৃত বেড়ে হয়েছে ২১ হাজার ৬৭ জন। স্পেনেও একদিনে ৫০০-র কম মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৯৯ মৃত্যু-সহ মৃত বেড়ে হয়েছে ১৮ হাজার ২৫৫।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৭৬২ মৃত্যু-সহ সংখ্যাটা বেড়ে হয়েছে ১৫ হাজার ৭২৯। জার্মানিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৪৯৫। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৩০১ জন। এদিকে, ব্রিটেনে করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৭৭৮ মৃত্যু নথিভুক্ত হয়েছে।
আমেরিকার পর গোটা দিনে সবথেকে বেশি মৃত্যু ব্রিটেনেই হয়েছে। ইরানে ফের ৯৮ জন মারা গিয়েছেন। তবে, মৃত্যুর হার নেমে এসেছে। পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৩ জন। মোটের মৃতের সংখ্যা ৯৬। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৬০জন মারা গিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনার বলি ৬.৯১৪ জন। সাড়ে ৪ লক্ষের উপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়