করোনা মোকাবিলায় অসহায় ভারতীয়দের পাশে গুগল! ৫ কোটির অনুদান দিলেন সুন্দর পিচাই
করোনার জেরে লকডাউন দেশ। কর্মহীন কোটি কোটি মানুষ। লকডাউনের জেরে কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে দিনমজুর খেটে খাওয়া বা অসংগঠিত কর্মক্ষেত্রে কাজ করে সংসার চালানো পরিবার গুলি। ভারতের এই বিপুল সংখ্যক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ালেন গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই।
সূত্রের খবর, দেশের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘গিভ ইন্ডিয়া’-র মাধ্যমে এইসব শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। ইতিমধ্যে এই সংস্থাকে ৫ কোটি টাকা অনুদান দিয়েছেন পিচাই। ‘গিভ ইন্ডিয়া’র তরফ থেকে জানানো হয়েছে পিচাইয়ের এই অনুদানের টাকা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের সাহায্যে ব্যাবহার করা হবে। সংস্থার ট্যুইটার একাউন্টে সুন্দর পিচাইকে ধন্যবাদ জানিয়ে একটি ট্যুইট করা হয়। যা থেকে জানা যায় আইআইটি খড়গপুরের প্রাক্তনী বর্তমানে গুগলের শীর্ষ কর্তা সুন্দর পিচাই।
শুধু ভারত নয় মারণ রোগ কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গুগল। করোনা মোকাবিলায় ইতিমধ্যে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান প্যাকেজ ঘোষণা করেছে গুগল। এর মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হচ্ছে বিভিন্ন দেশে কাজ করে চলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়