Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনা যুদ্ধে বাংলাদেশ কে সাহায্য বন্ধু ভারতের, দেখুন কি দিতে চলেছে ভারত



করোনা যুদ্ধে বাংলাদেশ কে সাহায্য বন্ধু ভারতের, দেখুন কি দিতে চলেছে ভারত | এখন বাংলা - Ekhon Bengla




করোনার মোকাবিলায় গেম চেঞ্জার হতে পারে হাইড্রোক্লোরোকুইন এমনটা প্রথম থেকেই দাবি করে আসছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। আর গোটা বিশ্বে এই ওষুধ তৈরিতে এগিয়ে রয়েছে ভারত। সুতরাং একমাত্র ভারতই পারে সমস্ত বিশ্বকে সাহায্য করতে এমন এক সংকেত কিছুদিন আগেই দিয়েছিলেন ট্রাম্প।




অবশেষে সকলের সঙ্গে বৈঠকের পর মোদি সরকার সিদ্ধান্ত নেয় তারা এই ওষুধ রপ্তানি করবে। দেশে পর্যাপ্ত পরিমাণ হাইড্রোক্লোরোকুইন মজুত আছে তা নিশ্চিত করার পরই এই ওষুধ রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলে ভারত। এখন গোটা বিশ্ব জুড়ে এই ওষুধ রপ্তানি করতে চলেছে ভারত।




বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ব্রাজিল, জার্মানি, সেসলস, ব্রিটেন, স্পেন, মায়ানমার সমেত আফ্রিকার নানা দেশেও এই ওষুধ রপ্তানি করার কথা ভাবছে ভারত। ইতিমধ্যে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে ১০ টন হাইড্রোক্লোরোকুইন। বিপদের দিনে বাংলাদেশের দিকেও সাহায্যের হাত বাড়িয়েছে ভারত।





Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now