Telegram Group Join Now
WhatsApp Group Join Now


কেন্দ্র কিট পাঠায়নি বলে র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে না রাজ্যে, জানালেন মুখ্যসচিব



কেন্দ্র কিট পাঠায়নি বলে র‌্যাপিড টেস্ট শুরু হচ্ছে না রাজ্যে, জানালেন মুখ্যসচিব | এখন বাংলা - Ekhon Bengla




 র‌্যাপিড টেস্টের কিট এখনও পাঠায়নি কেন্দ্র। সে কারণেই রাজ্যে এখনও র‌্যাপিড টেস্ট শুরু করা সম্ভব হয়নি বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। শনিবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ৪,৬৩০ জনের পরীক্ষা হয়েছে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। আক্রান্ত (সক্রিয়) বেড়ে দাঁড়িয়েছে ১৭৮।




এদিন নবান্নে মুখ্যসচিব জানিয়েছেন, ‘ডবল শিফটে লালারসের নমুনা পরীক্ষার ভাবনা রাজ্যের। অনেক দূর থেকে স্যাম্পেল আসছে। আমাদের এখনও লজিস্টিকস সমস্যা রয়েছে।’ ফলে পরীক্ষার কাজ দ্রুত করার জন্য ডাবল শিফট করার কথা ভাবা হয়েছে বলে জানালেন মুখ্যসচিব। যদিও তিনি বলেছেন, ‘আমি বললাম আর সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল ব্যাপারটা এমন নয়। তার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ চলছে।’ হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত ৬২ জন। কলকাতার কয়েকটি অংশে কনটেনমেন্ট করা হয়েছে। সংক্রমণ রুখতে এতেই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তিনি।




এদিকে, রাজ্যে হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩,৮৫৮ জন। আর গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৫,২০৯ জন। জ্বর, সর্দি-কাশির মতো কোনও ধরনের করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে বাড়িতে না থেকে হাসপাতালে ভরতি হওয়ার আবেদন করেছেন মুখ্যসচিব।




                    


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now