Telegram Group Join Now
WhatsApp Group Join Now


লকডাউন মানছেন না অনেকেই, এবার জরুরি কারণ ছাড়া রাস্তায় বেরোলেই গ্রেফতার



লকডাউন মানছেন না অনেকেই, এবার জরুরি কারণ ছাড়া রাস্তায় বেরোলেই গ্রেফতার | এখন বাংলা - Ekhon Bengla




সারা দেশ জুড়ে চলছে লকডাউন। দেশের সমস্ত মানুষকে প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যাতে তারা অকারণে বাড়ির বাইরে না বের হয়। কিন্তু অনেক করে বলা সত্ত্বেও কেউই কোনো কথা কানে নিচ্ছেন না। দিব্যি বিনা দরকারেই রাস্তায় বেরোচ্ছেন। আর এরপরেই কার্যত নড়েচড়ে বসেছে লালবাজার।




কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা সাফ সাফ জানিয়ে দিয়েছে যে ব্যক্তি কোনো প্রয়োজনীয় দরকার ছাড়াই রাস্তায় বেরোবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে পুলিশ। তাকে গ্রেফতার করবে এবং ১৫৫, ১৮৮ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করবে।




ইতিমধ্যে যাতে মানুষ কোন দরকারে রাস্তায় বেরোতে পারে সেইজন্য কলকাতা পুলিশের তরফ থেকে শহরবাসীকে দেওয়া হচ্ছে ই – পাস। তবে দেখা গেছে এই পাসের সদ্ব্যবহার করে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে কোনো প্রয়োজন ছাড়াই আর তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ।




অনুজ শর্মা এইদিন সাফ সাফ জানিয়ে দিয়েছেন শুধু ই – পাস নিয়ে বেরোলেই হবে না, উক্ত ব্যাক্তি আদৌ কোন দরকারে বেরিয়েছেন কিনা তার খোঁজ লাগাবে পুলিশ যদি কোনো রকমের অসঙ্গতি ধরা পড়ে তাহলেই সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




শুক্রবার থেকেই টাকা আসবে জনধন অ্যাকাউন্টে, জেনে নিন বিশদে



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now