দেশজুড়ে বাড়লো লকডাউনের মেয়াদ! ঘোষণা নরেন্দ্র মোদীর
মে মাসের ৩ তারিখ পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিশেষ কিছু বিষয়ের ওপর ছাড় দেওয়া হবে। আজ করোনা মোকাবিলায় জাতির উদ্দেশ্য ভাষণ দিচ্ছেন মোদী। তিনি বলছেন, করোনা মোকাবিলায় সফল হচ্ছে ভারত। বহু কষ্ট কর করে দেশকে বাঁচাচ্ছে ভারতবাসী। লকডাউনে দেশের আর্থিক ক্ষতি হলেও তার সুফল মিলছে করোনা মোকাবিলায়। ভারতের পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। দেশে বাড়ানো হচ্ছে লকডাউনের মেয়াদ। এই দিনগুলি সঠিক নিয়মে পালনের আর্জি জানিয়েছেন মোদী।
India to remain in lockdown till May 3, announces PM Modi
Read @ANI Story | https://t.co/TpyrKLv1l5 pic.twitter.com/GDAPI3eZxU
— ANI Digital (@ani_digital) April 14, 2020
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়