Telegram Group Join Now
WhatsApp Group Join Now


লকডাউনের মাঝেই কাজে গতি, আজ থেকে সচল কয়েকটি কর্মক্ষেত্র



লকডাউনের মাঝেই কাজে গতি, আজ থেকে সচল কয়েকটি কর্মক্ষেত্র | এখন বাংলা - Ekhon Bengla




করোনা সংক্রমণ রুখতে দ্বিতীয় দফা লকডাউনের মাঝেই আজ থেকে ফের কর্মমুখর হচ্ছে দেশ। বিশেষ কয়েকটি ক্ষেত্রে কাজ শুরু হচ্ছে। কৃষি এবং অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণ ক্ষেত্র সচল হচ্ছে। সবটাই হবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে। তবে দিল্লির মতো সংক্রমিত এলাকায় (Containment Zone) একেবারেই ঘরবন্দি থাকবেন জনতা। সেখানে কাজের ক্ষেত্রে কোনও ছাড় নেই। ইতিমধ্যে দেশে আক্রান্তের সংখ্যা ১৬,১১৬। মৃত্যু হয়েছে ৫১৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩০২ জন। হটস্পট হিসেবে চিহ্নিত বেশ কয়েকটি জেলায় নতুন করে সংক্রমণের খবর না মেলায় কিছুটা স্বস্তি। চিন থেকে আসা টেস্ট কিট দিয়ে এবার করোনা সংক্রমিতকে চিহ্নিত করতে শুরু হবে ব়্যাপিড টেস্ট। উপসর্গহীন করোনা রোগীকে চিহ্নিত করতে পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে পুল টেস্টিং। এ রাজ্যে মারণ জীবাণু প্রাণ কেড়েছে ১২ জনের। আক্রান্তের সংখ্যা ১৯৮। এদিকে, ইউরোপের করোনার ছোবলে প্রাণহানি লক্ষাধিক মানুষের। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ১ লক্ষে ৬৫ হাজারেরও বেশি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:




সকাল ৮.৪০: COVID-19 সংক্রমণ মোকাবিলায় অনেকটা এগিয়ে থেকে দেশের মডেল কেরল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় সেখানে দোকানপাট, রেস্তরাঁ খোলার তোড়জোড় শুরু হতেই নড়েচড়ে বসল কেন্দ্র। লকডাউন চলাকালীন নিয়ম ভেঙে এসব খোলা যাবে না, টুইটারে জানানো হল কেরল সরকারকে। অন্যথায় মহামারি আইনে মামলার হুঁশিয়ারি।




সকাল ৮.২০: করোনা আবহেই শুরু G-20 সম্মেলন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় অংশগ্রহণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের। COVID-19 যুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তা তাঁর। 




Global health crisis being witnessed globally,today,has created an opportunity to dive deep into the nature of what connects us all,while simultaneously providing us collective strength&wisdom to accomplish the unthinkable:Union Min Dr Harsh Vardhan at #G20 Health Ministers’ meet https://t.co/gP1MkAIUx9 pic.twitter.com/aLBpoNOj8k




— ANI (@ANI) April 20, 2020




সকাল ৮.১৫: ত্রুটিপূর্ণ টেস্ট কিট। আইসিএমআর থেকে নাইসেডে পাঠানো COVID-19 টেস্ট কিট নিয়ে মারাত্মক অভিযোগ রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ধারাবাহিক টুইটে ক্ষোভ প্রকাশ। রাজ্যের আরও কয়েকটি মেডিক্যাল কলেজে চালু পরীক্ষা।




Department of Health & Family Welfare, West Bengal, in a series of tweets on 19th April, alleged defective test kits supplied by Indian Council of Medical Research (ICMR) as the reason for testing delays. pic.twitter.com/86cJGNFK1m




— ANI (@ANI) April 20, 2020




সকাল ৭.৩০: আজ থেকে রাজ্যের জুটমিল চালুর কথা। তবে বারাকপুর শিল্পাঞ্চলে চটকল খোলা নিয়ে দিনের শুরুতেই গন্ডগোল। কর্মীদের অভিযোগ, কেন্দ্রের তরফে কাজে ফেরার বার্তা পেয়ে তাঁরা সাতসকালেই কাজের জন্য হাজির হয়েছেন। কিন্তু মিল বন্ধ, তাই কাজে যোগ দিতে না পেরে ক্ষুব্ধ তাঁরা।




সকাল ৭.২৫: মৃত্যুমিছিল আরও দীর্ঘ আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৯৭ জনের। মোট সংখ্য বেড়ে দাঁড়াল ৪০,৫৯১। বলছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান।




United States records 1,997 #Coronavirus deaths in 24 hours: AFP news agency quoting Johns Hopkins tally




— ANI (@ANI) April 20, 2020




সকাল ৭: দেশের বিভিন্ন অংশে সীমিত ক্ষেত্রে আজ থেকে শুরু কাজ। ছাড় কৃষিকাজ, পণ্য পরিবহণে। খুলল টোল প্লাজা। পণ্যবাহী গাড়িগুলি থেকে টোল ট্যাক্স আদায় শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ।




       


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now