Telegram Group Join Now
WhatsApp Group Join Now


ব্রেকিং নিউজ- ভারতের উপর গুলিবর্ষণ পাকবাহিনীর! উপযুক্ত জবাব দিলো ভারতীয় সেনা



ব্রেকিং নিউজ- ভারতের উপর গুলিবর্ষণ পাকবাহিনীর! উপযুক্ত জবাব দিলো ভারতীয় সেনা | এখন বাংলা - Ekhon Bengla




 সারা বিশ্ব যখন নভেল করোনা ভাইরাসের আতঙ্ক আতঙ্কিত তখন পাকিস্তান রয়েছে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। পাকিস্তানের নোবেল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বিদেশের বহু দেশের কাছে ঋণ মুকুব করার আবেদন জানিয়েছে। এতো কিছু সত্বেও এমন ঘোর বিপদের দিনে গোটা বিশ্ব যখন একে অপরের হাত ধরে মিলিতভাবে এই ভাইরাসের সাথে মোকাবিলা করে মানব সমাজকে বাঁচানোর চেষ্টা করছে ঠিক সেই সময় নিজের স্বভাব সিদ্ধ ঘৃণ্য তম কাজটি আবার করল পাকিস্তান।




মঙ্গলবার ফের সীমান্তে গোলাবর্ষণ করল পাক সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সকাল 7 টা 45 মিনিটে আক্রমণ চালায় পাক সেনাবাহিনী। গতকাল মানেকাঠ সেক্টরে গুলি চালায় পাক সেনাবাহিনী। এই নিয়ে পরপর দুদিন সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। মোটর ছোট আগ্নেয়াস্ত্রের দ্বারা হামলা চালানো হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, পুঞ্চ জেলার মানকট সেক্টরে এই হামলা চালানো হয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী পাল্টা যথোপযুক্ত জবাব দিয়েছে।





Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now