পশ্চিমবঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা! তথ্য গোপন করছে রাজ্য
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও বাড়ছে করোনার প্রকোপ। প্রতিটা দিন বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডদেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিমবঙ্গেও বেড়ে চলেছে করোনার হানা। মঙ্গলবার সকাল ৯ টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি বুলেটিন প্রকাশ করেছে। কেন্দ্র থেকে প্রকাশিত ওই বুলেটিনে বলা হয়েছে বাংলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯১ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। এছাড়া ৩ জন মারা গেছেন। রাজ্যে এখনও ৭৫ জন মানুষের শরীরে COVID-19 অ্যাক্টিভ রয়েছে।
তবে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য এবং রাজ্যের প্রকাশিত তথ্যের মধ্যে বড়সড় অমিল লক্ষ্য করা যাচ্ছে। গতকাল সোমবার বিকেলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মোট আক্রান্তদের মধ্যে ৬১ জনের শরীরে COVID-19 অ্যাকটিভ রয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্যের প্রকাশিত তথ্যের মধ্যে এত পার্থক্য নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে সমালোচনা। পশ্চিমবঙ্গে করোনা সংক্রামক তথ্য গোপন করার অভিযোগ তুলেছে সর্বভারতীয় বিজেপি এবং রাজ্য বিজেপি। বিজেপির এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আইটি সেল ভুয়ো খবর ছড়াচ্ছে। আমরা কেন্দ্রের তথ্য নিয়ে চ্যালেঞ্জ করিনি। এটা কোনো চ্যালেঞ্জ করার সময় নয়।”
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়