করোনার মোকাবিলা করতে ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চাইলো পাকিস্তান
করোনার আতঙ্কের মধ্যেই ভারত-পাক সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য। দুই দেশের সেনাবাহিনীর মধ্যেই বিস্তর গোলাগুলি চলার পাশাপাশি ভারতীয় সেনা সেল ছুঁড়ে পাকিস্তানের মাটিতে জইশ জঙ্গির ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে খবর, যদিও পাক সেনা তা অস্বীকার করে জানায় যে সেই আক্রমণে আসলে নির্দোষ সাধারণ মানুষের জীবন গেছে। তবে এর মধ্যেই পাকিস্তান ভারতের কাছে চাইলো হাইড্রক্সিক্লোরোকুইন।
সারা বিশ্ব জুড়ে করোনার মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন যে গেম চেঞ্জার তা বহুদিন ধরেই দাবি করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। আর তার জন্য ভারতের কাছে এই ওষুধ চেয়েছিলেন তিনি। বন্ধুর এই আবেদনে সাড়া দিয়ে আমেরিকা সমেত বিশ্বের আরো বেশ কিছু দেশকে এই ওষুধ সরবরাহ করেছিল ভারত। সেই লিস্টে ছিল বাংলাদেশের নামও।
এবার করোনার মোকাবিলা করতে ভারতের কাছে হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে পাঠালো পাকিস্তান, মালয়েশিয়া এবং তুরস্ক। এই দেশগুলিতে পাঠানোর মতো পর্যাপ্ত পরিমাণ ওষুধ আদৌ আছে কি না তা এখনো জানা যায়নি ফলে ইমরান খানের ডাকে নরেন্দ্র মোদি সাড়া দেবেন কি না তা এখনো জানা যায়নি।