Telegram Group Join Now
WhatsApp Group Join Now


আগামী রবিবার, দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি পালনের ডাক দিলেন মোদী!



আগামী রবিবার, দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি পালনের ডাক দিলেন মোদী | এখন বাংলা - Ekhon Bengla




করোনা ভাইরাস এর জেরে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি। সংক্রামক এই ভাইরাসের দরুন মানুষের মনে মনে এখন আতঙ্কের আবহ বিদ্যমান। ভারতবর্ষে প্রতিদিনই বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা।এমতাবস্থায় আজ সকাল নটার সময় প্রধানমন্ত্রী ভিডিও বার্তায় বিশেষ কিছু বার্তা দেন ভারতবাসীর উদ্দেশ্যে।




এদিনের ভিডিও বার্তায় তিনি জানান :- লকডাউন এর সবাই এক হয়ে লড়ছে। জনতা কার হতে দেশবাসীর সাড়া দিয়েছে বলে জানান এদিন। লকডাউন এ ঘরে থাকলেও কেউ একা নন। আপনারা স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছে। আপনারা সরকারের আবেদনে যেভাবে সাড়া দিয়েছেন তা এককথায় অভূতপূর্ব। লকডাউন এর সময় আপনাদের ভূমিকা প্রশংসনীয়। কেউ ভাবছেন কতদিন এই লড়াই চলবে কিন্তু আপনারা কেউ একলা নন। 130 কোটি শক্তি সবার সঙ্গে আছে।




5 ই এপ্রিল সবার থেকে 9 মিনিট চাইছি। রাত নটায় সবাই ঘরের আলো বন্ধ করুন , 9 মিনিটের জন্য ঘরের সব লাইট নিভিয়ে নেবেন , ঘরের সামনে মোমবাতি , প্রদীপ , টর্চ জ্বালাবেন না হলে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে নেবেন। তবে গলি বা মহল্লায় কেউ বেরোবেন না। নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। বাড়ির মেইন গেটের সামনে বা ব্যালকনিতে এটা আপনারা করুন। মানুষ বুঝতে পারবে যে কেউ একলা নয়। এদিনের ভিডিও বার্তায় তিনি এই বার্তা দেন। তিনি বলেন আমাদের সবাইকে একত্রিত হয়ে এই করোনাভাইরাস এর বিরুদ্ধে লড়াই করতে হবে ও জয়ী হতে হবে।




আগামী রবিবার, দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ কর্মসূচি পালনের ডাক দিলেন মোদী



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now