স্কুল-কলেজ ও ধর্মস্থানে লকডাউন বাড়ানোর পরামর্শ মন্ত্রী গোষ্ঠীর! তুঙ্গে জল্পনা
স্কুল-কলেজ এবং ধর্মস্থানগুলির লকডাউন এখনই তুলে দেওয়া ঠিক হবে না। স্বাভাবিকভাবে চলতে দেওয়া যাবে না শপিং মলগুলিও। ১৪ এপ্রিলের পরও সব ধরণের জমায়েত বন্ধ রাখতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভাকে পরামর্শ মন্ত্রী গোষ্ঠীর (Group Of Ministers)। মন্ত্রী গোষ্ঠী চাইছে, স্কুল-কলেজগুলির লকডাউন আরও অন্তত ৪ সপ্তাহ বাড়ানো হোক। এই ৪ সপ্তাহ বন্ধ রাখা হোক ধর্মস্থানগুলিও। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিজেদের সুত্রকে উদ্ধৃত করে এমনটাই দাবি করেছে।
করোনা আতঙ্ক নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর চতুর্থ বৈঠক ছিল মঙ্গলবার। দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর, নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি ও রামবিলাস পাসওয়ান-সহ অন্য গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। তাঁরা লকডাউনের পর দেশের পরিস্থিতি কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিন্তু দীর্ঘ আলোচনার পরও সার্বিকভাবে লকডাউন তুলে নেওয়া বা সময়সীমা বাড়িয়ে দেওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি মন্ত্রী গোষ্ঠী। আপাতত তাঁরা সরকারকে কয়েকটি পরামর্শ দিয়েছে।
ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠীর পরামর্শ, আগামী ৪ সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখতে হবে। বন্ধ রাখতে হবে ধর্মস্থানগুলিও। কোথাও কোনও ধর্মীয় জমায়েত হচ্ছে কিনা তা নজরে রাখতে হবে। আগামী একমাস যে কোনও রকম জমায়েত বন্ধ রাখতে হবে। প্রয়োজনে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাতে হবে। শপিং মলগুলিকেও এখনই পুরোদমে কাজ শুরুর অনুমতি দেওয়া যাবে না। ওই সংবাদ মাধ্যমের দাবি যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে ১৪ এপ্রিলের পর সার্বিক লকডাউন থাকছে না। শুধু বিশেষ কিছু স্থানে জমায়েতে নিষেধাজ্ঞা থাকবে। কেন্দ্রের তরফে অবশ্য আগেই ইঙ্গিত মিলেছিল, লকডাউন তোলা হলেও তা করা হবে ধাপে ধাপে। কেন্দ্রীয় মন্ত্রী গোষ্ঠীর পরামর্শেও তেমনই ইঙ্গিত মিলল।
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়