WhatsApp Channel Join Now
Google News Follow Now


বিনামূল্যে করোনা পরীক্ষা দেশের গরিবদের জন্য, রায় সুপ্রিম কোর্টের



বিনামূল্যে করোনা পরীক্ষা দেশের গরিবদের জন্য, রায় সুপ্রিম কোর্টের | এখন বাংলা - Ekhon Bengla




 করোনা সংক্রমণ কমাতে প্রয়োজন দেশের প্রচুর মানুষের মধ্যে করোনা পরীক্ষা করা। তবে দেশের সমস্ত গরিবেরাই বিনামূল্যে করোনা (COVID-19) পরীক্ষা করার সুযোগ পাবেন। এমনটাই রায় ঘোষণা করল দেশের শীর্ষ আদালত। তবে প্রকৃত অর্থে দেশে কারা দরিদ্রসীমার নীচে তা স্থির করবে সরকার।




আগেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সকলেরই বিনা পয়সায় কোভিড ১৯ টেস্ট করার সুযোগ পাওয়া উচিত। কিন্তু বেসরকারি ল্যাবরেটরিগুলি জানায়, তাদের পক্ষে বিনা পয়সায় টেস্ট করা সম্ভব নয়। এরপরই সিদ্ধান্তে বদল আনে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আজ শীর্ষ আদালত জানায়, করোনা মোকাবিলায় সরকার যথাসাধ্য চেষ্টা করছেন। তবে দেশের মধ্যে যাঁরা সবথেকে গরিব, কেবলমাত্র তাঁরাই বিনামূল্যে করোনা পরীক্ষা করনোর সুযোগ পাবেন। সরকারই স্থির করবে, কারা বিনা পয়সায় ওই পরীক্ষা করার সুযোগ পাবেন ও কারা পাবেন না। এদিন সুপ্রিম কোর্ট জানায়, “যে ব্যক্তিরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় পড়েন, তাঁরা ইতিমধ্যে বিনা পয়সায় করোনা পরীক্ষার সুযোগ পাচ্ছেন। আর্থিকভাবে দুর্বল সমাজের অন্য কোনও অংশকে ওই সুবিধা দিতে গেলে সরকারকে বিজ্ঞপ্তি জারি করতে হবে।” তবে কারা বিনা পয়সায় কোভিড ১৯ (COVID-19) পরীক্ষার সুযোগ পাবেন, তা নিশ্চিত করতে সরকারের হাতে এক সপ্তাহ সময় রয়েছে. তার মধ্যেই সরকারকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে।




ভারতে করোনার জেরে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুধুমাত্র মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। নতুন আক্রান্ত অন্তত ২২৪ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে যথাক্রমে দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান।






এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়



নবীনতর পূর্বতন