ঘরবন্দি ভক্তদের নতুন ভিডিও দিলেন মিয়া খলিফা, আপ্লুত ভক্তরা
নিউজ ডেস্ক : লকডাউনের জেরে সারা বিশ্বে মোট ৩৪১ কোটি মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। সমস্ত সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ কেউই এই লিস্ট থেকে বাদ নেই। বাদ নেই বিশ্বের চর্চিত নীল ছবির তারকা মিয়া খলিফাও।
কিছুদিন আগেই নীল ছবির দুনিয়া থেকে অবসর নিয়েছেন তিনি আর তার পর থেকেই এক প্রকার মুষড়ে পড়েছিল সারা বিশ্বজুড়ে তাঁর ভক্তরা। যদিও মিয়া সোশ্যাল মিডিয়ায় তাঁর চেনা ফর্মেই প্রকট হয়ে থাকেন মাঝেসাঝে। সেই সঙ্গে সম্প্রতি তিনিও ঘরবন্দি হয়ে রয়েছেন।
তবে বাকিদের মতো বই পড়ে বা ঘুমিয়ে সময় কাটছেনা তাঁর। তবে? সম্প্রতি একটি বিশেষ বন্ধুর সঙ্গে টিকটকে একটি ভিডিও আপলোড করেছেন মিয়া। যেখানে নানাভাবে সেই বন্ধুর সঙ্গে স্টান্ট দেখাচ্ছেন তিনি যা ভীষণ ভাবে নজর কেড়েছে দর্শকদের। আপনিও একবার দেখে নিন সেই ভিডিও।
ঘরবন্দি ভক্তদের নতুন ভিডিও দিলেন মিয়া খলিফা, আপ্লুত ভক্তরা
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়