করোনার জেরে বিশ্বজুড়ে মন্দা হলেও ভারত ও চীনের অর্থনীতি ধাক্কা খাবেনা : রাষ্ট্রসংঘ



করোনার জেরে বিশ্বজুড়ে মন্দা হলেও ভারত ও চীনের অর্থনীতি ধাক্কা খাবেনা : রাষ্ট্রসংঘ | এখন বাংলা - Ekhon Bengla




নিউজ ডেস্ক : করোনার জেরে সারা বিশ্ব জুড়ে থমকে গেছে অর্থনীতি। রাষ্ট্র সঙ্ঘ জানাচ্ছে জি ২০ এর দেশগুলির মধ্যে ভারত এবং চিন বাদে বাকি সব দেশের অর্থনীতিই ধাক্কা খাবে এই করোনা ভাইরাসের জেরে।




ইতিমধ্যে তাদের করা একটি সমীক্ষা জানাচ্ছে, সারা বিশ্বে অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তা মেটাতে ৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ দরকার। ইতিমধ্যে ভারত এবং চিন তাদের অর্থনীতিকে চাঙ্গা করতে ২.৫ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করে দিয়েছে যার সুফল তারা পাবে। তবে বাকি দেশগুলি চরম ক্ষতির সম্মুখীন হবে। যাদের মধ্যে সর্বপ্রথমে রয়েছে ইতালি।




আরো একটি সমীক্ষা জানাচ্ছে করোনা ভাইরাসের জেরে ভারতের জিডিপি কমে ২.১ শতাংশে দাঁড়াবে যা অনেক কম হলেও বাকি দেশগুলির থেকে কিছুটা আশাপ্রদ। ইতালিতে জিডিপি কমবে ৭ শতাংশ যা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে বেশ বেগ পেতে হবে। ২০০৯ সালের আর্থিক মন্দার থেকে বেশি মন্দা দেখা যাবে বিশ্বজুড়ে বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ।




করোনার জেরে বিশ্বজুড়ে মন্দা হলেও ভারত ও চীনের অর্থনীতি ধাক্কা খাবেনা : রাষ্ট্রসংঘ



এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন