রাজ্যবাসীর জন্য বড় সিদ্ধান্ত মমতাময়ী মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে রাজ্যবাসী
নিউজ ডেস্ক : সারা দেশজুড়ে এখন চলছে লকডাউন আর এই সময়ে মানুষ মূলত ঘরবন্দি হয়ে রয়েছে। রোজগারপাতি বন্ধ থাকায় অনেকেই সমস্যায় পড়েছেন। রোজকার ভাতের যোগান করতেই হিমশিম খাচ্ছেন অনেকে।
তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশন থেকে চাল, ডালের ব্যবস্থা করেছেন আগেই। এবার তিনি জারি করলেন নতুন নিয়ম। এপ্রিল মাস থেকে টাকা দিতে না পারলেও বন্ধ করা যাবেনা কেবল লাইনের সাবস্ক্রিপশন। নবান্ন থেকে এমন ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী।
কেবল লাইনের কানেকশন চলে গেলে মানুষকে ঘরবন্দি করে রাখা সম্ভব হবেনা এই কথা বেশ ভালোভাবেই জানেন মুখ্যমন্ত্রী। আর সেই জন্যেই রাজ্যের সমস্ত অপারেটরদের এই কথা জানিয়েছেন তিনি। ফলে স্বস্তিতে রাজ্যবাসী।
রাজ্যবাসীর জন্য বড় সিদ্ধান্ত মমতাময়ী মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে রাজ্যবাসী
এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়