WhatsApp Channel Join Now
Google News Follow Now


কোভিড–১৯ আতঙ্কের মধ্যেই বাদুড়ের শরীর থেকে মিলল আরও ছয়টি ভাইরাস





কোভিড–১৯ আতঙ্কের মধ্যেই বাদুড়ের শরীর থেকে মিলল আরও ছয়টি ভাইরাস | এখন বাংলা - Ekhon Bengla




একে নোভেল করোনায় রক্ষে নেই তার উপর আরও ছয়টি নতুন করোনা ভাইরাসের উপস্থিতি পেয়ে চিন্তিত গবেষকরা। গতকাল মায়ানমারের একদল গবেষক আরও ছয়টি নতুন করোনাভাইরাসের অস্তিত্বের কথা জানতে পেরেছেন বলে খবর। এই ভাইরাসগুলি মূলত বাদুড়ের শরীরেই রয়েছে, আর তাদের থেকেই সেই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা গবেষকদের। তবে এই ভাইরাসগুলি কোনও ভাবেই সাধারণ মানুষের ক্ষতি করতে পারবে না বলেও জানিয়েছেন ওই গবেষকরা। মূলত তাদের শারীরিক গঠন ও জিনগত বৈশিষ্ট্যের জন্য মানবদেহে বাসা বাঁধতে অক্ষম ওই করোনা ভাইরাসগুলি।




মূলত SARS COV – 2 গোত্রের এই ভাইরাসগুলি মানবদেহে ক্ষতি না করলেও কোনও কোনও প্রাণীর ক্ষতি করতে পারে। বিষয়টি নিয়ে বিস্তর গবেষনণ চালাচ্ছেন মায়ানমারের গবেষকদের একটি দল। মূলত নোভেল করোনাভাইরাসের সৃষ্টি ও তার জিনগত ধর্মের পরীক্ষা করতে গিয়ে এই ছ’টি নতুন করোনা ভাইরাসের অস্তিত্ব পেয়েছেন গবেষকরা।




বিশ্বের নানা বিজ্ঞানীদের মত মূলত বাদুড় কিংবা এক বিশেষ প্রজাতির পেঙ্গলিন থেকেই এই নোভেল করোনা ভাইরাসের সৃষ্টি। যা গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত এই রোগের চিকিৎসার জন্য কোনও প্রতিষেধকের আবিষ্কার হয়নি। তবে এদিন অক্সফোর্ডের একদল বিজ্ঞানী সুখবর দিয়েছেন দেশবাসীকে। চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ গোটা বিশ্বেই মিলবে নোভেল করোনা রোগের প্রতিষেধক।





Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন