Telegram Group Join Now
WhatsApp Group Join Now


করোনার মোকাবিলায় মাস্ক তৈরি করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা



করোনার মোকাবিলায় মাস্ক তৈরি করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা | এখন বাংলা - Ekhon Bengla




বর্তমানে দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার আক্রমণ রুখতে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে বলছে চিকিৎসকরা। আর এই করোনার জেরেই বাজার থেকে উধাও মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার। এই বিপদে সাহায্যে এগিয়ে এল কলকাতা বিশ্ববিদ্যালয়। অধ্যাপকরা নিজেরাই তৈরি করছেন মাস্ক। মেশিনে নয় নিজেদের হাতেই বানাচ্ছেন তারা এই সমস্ত মাস্কগুলি।




অধ্যাপকরা বালিগঞ্জ সার্কুলার রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের JUTE and FIBRE TECHNOLOGY INSTITUTE OF JUTE TECHNOLOGY-তে এই মাস্ক তৈরির কাজ করছেন। নির্দিষ্ট নিয়ম মেনেই তারা তৈরি করছেন এই মাস্ক। তৈরি করার পর রাজ্যের স্বাস্থ্য ভবনকে দেওয়া হবে মাস্কগুলি। সাধারণ মানুষদের ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে মাস্কগুলি।




এরপরে স্যানিটাইজারও তৈরি করা হতে পারে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৫০০ টির বেশি মাস্ক তৈরি করা হয়েছে। গত শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়েছে এই মাস্ক তৈরির কাজ। শেষ হচ্ছে সন্ধ্যে ৭ টায়।






Source : Read More : Click Here


এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now