৩১ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন 4.0! থাকছে বেশ কিছু ছাড়



৩১ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন 4.0! থাকছে বেশ কিছু ছাড়




হাইলাইটস




  • দেশজুড়ে বাড়ল লকডাউনের মেয়াদ।

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ লকডাউন। এটি চলবে ৩১ মে পর্যন্ত।

  • তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।





ইঙ্গিত ছিলই। দেশজুড়ে সম্ভবত বাড়ছে লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি সূত্রের মারফত্‍‌ জানা গিয়েছে, সোমবার থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে চতুর্থ লকডাউন। এটি চলবে ৩১ মে পর্যন্ত। তবে এই দফায় বেশকিছু ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।




সূত্রের মারফত্‍‌ জানা গিয়েছে, চতুর্থ দফার লকডাউন নিয়ে শনিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাত ৯ টায় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ বৈঠক করবেন সব রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে।




আগেই লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু সরকার। লকডাউনের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দক্ষিণের রাজ্য জানায়, সেই সময় পর্যন্তই রাজ্যের স্কুল, কলেজ, ধর্মস্থান, সিনেমা হল, রেস্তোরাঁ, বার-সহ সব জমায়েতের স্থান বন্ধ থাকবে।




মহারাষ্ট্রের ঘোষণার কিছু পরেই লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে তামিলনাড়ু। গোটা দেশের করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। শনিবারই আক্রান্তের সংখ্যা সেখানে ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে।




দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭। আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৮৭২। তবে এ পর্যন্ত মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।




‘রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে শ্মশানে ঘাটে নিয়ে গিয়েছে মোদী সরকার', তোপ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন