পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্ল্যান রেডি, তৈরি ভারতীয় সেনা : ভিকে সিং

পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্ল্যান রেডি, তৈরি ভারতীয় সেনা : ভিকে সিং  নয়াদিল্লি: গোটা কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে কোথাও কোনও সন্দেহ নেই। পাকিস্তান কাশ্মীরের কিছু অংশে জবরদখল চালাচ্ছে, সেটা বন্ধ করা দরকার। কড়া ভাষায় পাকিস্তানকে এমনই জবাব দিলেন প্রাক্তন সেনাপ্রধান ও সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। তাঁর মতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে কোনও রকম পদক্ষেপ নিতে তৈরি ভারতীয় সেনা। শুধু মাত্র তার বাস্তবায়ন ঘটানো সময়ের অপেক্ষা।  গিলগিট-বালতিস্তানের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এদিন ভিকে সিং বলেন শুধু পাকিস্তানকেই সামলাতে পারছে না সেদেশের সরকার। সেদেশে সেনা ঠিক করে কীভাবে চলবে দেশ। তাই গিলগিট বালতিস্তান নিয়ে কথা বলার কোনও অধিকার পাকিস্তানের নেই।  প্রাক্তন সেনাপ্রধানের দাবি, গোটা বিশ্বের কেউ পাকিস্তানকে সমর্থন করে না। অন্যদিকে, ভারত যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে, তা প্রশংসনীয়। করোনা ভাইরাসের আবহে বিশ্ব আজ মোদির নেতৃত্বে একজোট হয়েছে।  পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করে ভি কে সিং বলেন, তিনি ১২ বছর কাশ্মীরে ছিলেন। কাশ্মীরের পালস বোঝেন তিনি।  হান্দওয়াড়ার হামলা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন যার ক্ষতি হয়েছে, একমাত্র সেই ক্ষতির পরিমাণ বলতে পারে। বাইরের কাউকে সেই বিষয়ে মন্তব্য করতে দেওয়া যাবে না।  ভি কে সিং-এর দাবি তিনি কেন্দ্র সরকারকে কোনও পরামর্শ দেবেন না গিলগিট বালতিস্তান নিয়ে। সময় আসলেই সরকার নিজে থেকে পদক্ষেপ নেবে। সেই সময়ের জন্য ভারতীয় সেনা তৈরি হয়ে রয়েছে। যেদিন সুযোগ আসবে, সেনা নিজে থেকে পদক্ষেপ করবে।  সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত সেই প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, গোটা জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তান ভীষণভাবে ভারতের অংশ। বিদেশমন্ত্রক পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আরও জানিয়েছে, পাকিস্তানের এক্ষুনি সব অবৈধভাবে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং সব জায়গা খালি করে দেওয়া উচিত।  শনিবার থেকেই দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিওতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়া তথ্য সম্প্রচার করার কথা ছিল। এই তথ্যে মিলত মীরপুর, মুজফফরাবাদ, গিলগিটের মতো এলাকার আবহাওয়া সংক্রান্ত তথ্য। ভারতের এই পদক্ষেপে নারাজ পাকিস্তান। ভারত দাদাগিরি করতে চাইছে বলে মত ইসলামাবাদের। গত বছর ভারতের প্রকাশ করা এক মানচিত্রে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে চিহ্নিত করা হয়, সেখানে কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয় গিলগিট বালতিস্তান ও লাদাখকে।  এরই মধ্যে ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট জানায় এবার থেকে পাক অধিক়ৃত কাশ্মীরের আবহাওয়ার যাবতীয় তথ্য দেওয়া হবে। কারণ তা ভারতের অংশ। নিজেদের প্রকাশিত বুলেটিনে আইএমডি জানায় এবার থেকে জম্মু- কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান ও মুজফফরাবাদের আবহাওয়ার তথ্য দেওয়া হবে। উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজজফরাবাদ ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের জবরদখল করা কাশ্মীরের অন্যতম অংশ।  Plan ready for Pakistan-occupied Kashmir, ready Indian Army: VK Singh   New Delhi: The whole of Kashmir is part of India.  There is no doubt about this.  Pakistan is forcibly occupying some parts of Kashmir, it needs to be stopped.  Former Army Chief and Minister of State for Road Transport VK Singh gave such a stern reply to Pakistan.  According to him, the Indian Army is ready to take any action against Pakistan-occupied Kashmir.  Just waiting for the time to implement it.   Talking about the Gilgit-Baltistan elections, VK Singh said that the government of Pakistan alone could not handle it.  The army in that country decides how the country will run.  So Pakistan has no right to talk about Gilgit-Baltistan.   The former army chief claims that no one in the whole world supports Pakistan.  On the other hand, the way India is moving forward under the leadership of Prime Minister Narendra Modi is commendable.  The world is united today under the leadership of Modi in the wake of the corona virus.   Claiming that Pakistan-occupied Kashmir was part of India, VK Singh said he had been in Kashmir for 12 years.  He understands the pulse of Kashmir.   Talking about the attack in Handwara, the former army chief said that only those who have suffered losses can say the extent of the losses.  No one outside will be allowed to comment on that.   VK Singh claims that he will not give any advice to the central government regarding Gilgit-Baltistan.  Time will tell whether the government will take action on its own.  The Indian Army is ready for that time.  When the opportunity arises, the army will act on its own.   Recently, when the Supreme Court of Pakistan questioned the vote in Gilgit-Baltistan in Pakistan-occupied Kashmir, India gave a stern response.  India has made it clear that the whole of Jammu and Kashmir, Ladakh and Gilgit-Baltistan are heavily part of India.  The Foreign Ministry further said that in the wake of Pakistan's Supreme Court ruling, Pakistan should immediately vacate all illegally occupied places and vacate all places.   Doordarshan, All India Radio was scheduled to broadcast weather information on Pakistan-occupied Kashmir from Saturday.  This information includes weather information of areas like Mirpur, Muzaffarabad, Gilgit.  Pakistan is unhappy with India's move.  Islamabad is like India wants to do grandfathering.  A map released by India last year identified Jammu and Kashmir as a union territory, with Gilgit-Baltistan and Ladakh as part of Kashmir.   Meanwhile, the Indian Meteorological Department said that from now on, all the weather information of Pakistan-occupied Kashmir will be given.  Because it is part of India.  The IMD said in a bulletin that weather forecasts for Jammu and Kashmir, Ladakh, Gilgit-Baltistan and Muzaffarabad would be provided from now on.  Muzaffarabad, the capital of Pakistan-occupied Kashmir, and Gilgit-Baltistan are part of Pakistan's forcibly occupied Kashmir.   এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময় এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে। Source : Open

নয়াদিল্লি: গোটা কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে কোথাও কোনও সন্দেহ নেই। পাকিস্তান কাশ্মীরের কিছু অংশে জবরদখল চালাচ্ছে, সেটা বন্ধ করা দরকার। কড়া ভাষায় পাকিস্তানকে এমনই জবাব দিলেন প্রাক্তন সেনাপ্রধান ও সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। তাঁর মতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে কোনও রকম পদক্ষেপ নিতে তৈরি ভারতীয় সেনা। শুধু মাত্র তার বাস্তবায়ন ঘটানো সময়ের অপেক্ষা।

গিলগিট-বালতিস্তানের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এদিন ভিকে সিং বলেন শুধু পাকিস্তানকেই সামলাতে পারছে না সেদেশের সরকার। সেদেশে সেনা ঠিক করে কীভাবে চলবে দেশ। তাই গিলগিট বালতিস্তান নিয়ে কথা বলার কোনও অধিকার পাকিস্তানের নেই।

প্রাক্তন সেনাপ্রধানের দাবি, গোটা বিশ্বের কেউ পাকিস্তানকে সমর্থন করে না। অন্যদিকে, ভারত যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে, তা প্রশংসনীয়। করোনা ভাইরাসের আবহে বিশ্ব আজ মোদির নেতৃত্বে একজোট হয়েছে।

পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করে ভি কে সিং বলেন, তিনি ১২ বছর কাশ্মীরে ছিলেন। কাশ্মীরের পালস বোঝেন তিনি।

হান্দওয়াড়ার হামলা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন যার ক্ষতি হয়েছে, একমাত্র সেই ক্ষতির পরিমাণ বলতে পারে। বাইরের কাউকে সেই বিষয়ে মন্তব্য করতে দেওয়া যাবে না।

ভি কে সিং-এর দাবি তিনি কেন্দ্র সরকারকে কোনও পরামর্শ দেবেন না গিলগিট বালতিস্তান নিয়ে। সময় আসলেই সরকার নিজে থেকে পদক্ষেপ নেবে। সেই সময়ের জন্য ভারতীয় সেনা তৈরি হয়ে রয়েছে। যেদিন সুযোগ আসবে, সেনা নিজে থেকে পদক্ষেপ করবে।

সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত সেই প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, গোটা জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তান ভীষণভাবে ভারতের অংশ। বিদেশমন্ত্রক পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আরও জানিয়েছে, পাকিস্তানের এক্ষুনি সব অবৈধভাবে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং সব জায়গা খালি করে দেওয়া উচিত।

শনিবার থেকেই দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিওতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়া তথ্য সম্প্রচার করার কথা ছিল। এই তথ্যে মিলত মীরপুর, মুজফফরাবাদ, গিলগিটের মতো এলাকার আবহাওয়া সংক্রান্ত তথ্য। ভারতের এই পদক্ষেপে নারাজ পাকিস্তান। ভারত দাদাগিরি করতে চাইছে বলে মত ইসলামাবাদের। গত বছর ভারতের প্রকাশ করা এক মানচিত্রে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে চিহ্নিত করা হয়, সেখানে কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয় গিলগিট বালতিস্তান ও লাদাখকে।

এরই মধ্যে ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট জানায় এবার থেকে পাক অধিক়ৃত কাশ্মীরের আবহাওয়ার যাবতীয় তথ্য দেওয়া হবে। কারণ তা ভারতের অংশ। নিজেদের প্রকাশিত বুলেটিনে আইএমডি জানায় এবার থেকে জম্মু- কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান ও মুজফফরাবাদের আবহাওয়ার তথ্য দেওয়া হবে। উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজজফরাবাদ ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের জবরদখল করা কাশ্মীরের অন্যতম অংশ।

পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্ল্যান রেডি, তৈরি ভারতীয় সেনা : ভিকে সিং  নয়াদিল্লি: গোটা কাশ্মীর ভারতের অংশ। এই নিয়ে কোথাও কোনও সন্দেহ নেই। পাকিস্তান কাশ্মীরের কিছু অংশে জবরদখল চালাচ্ছে, সেটা বন্ধ করা দরকার। কড়া ভাষায় পাকিস্তানকে এমনই জবাব দিলেন প্রাক্তন সেনাপ্রধান ও সড়ক পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। তাঁর মতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যে কোনও রকম পদক্ষেপ নিতে তৈরি ভারতীয় সেনা। শুধু মাত্র তার বাস্তবায়ন ঘটানো সময়ের অপেক্ষা।  গিলগিট-বালতিস্তানের নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে এদিন ভিকে সিং বলেন শুধু পাকিস্তানকেই সামলাতে পারছে না সেদেশের সরকার। সেদেশে সেনা ঠিক করে কীভাবে চলবে দেশ। তাই গিলগিট বালতিস্তান নিয়ে কথা বলার কোনও অধিকার পাকিস্তানের নেই।  প্রাক্তন সেনাপ্রধানের দাবি, গোটা বিশ্বের কেউ পাকিস্তানকে সমর্থন করে না। অন্যদিকে, ভারত যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে চলেছে, তা প্রশংসনীয়। করোনা ভাইরাসের আবহে বিশ্ব আজ মোদির নেতৃত্বে একজোট হয়েছে।  পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করে ভি কে সিং বলেন, তিনি ১২ বছর কাশ্মীরে ছিলেন। কাশ্মীরের পালস বোঝেন তিনি।  হান্দওয়াড়ার হামলা নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সেনাপ্রধান বলেন যার ক্ষতি হয়েছে, একমাত্র সেই ক্ষতির পরিমাণ বলতে পারে। বাইরের কাউকে সেই বিষয়ে মন্তব্য করতে দেওয়া যাবে না।  ভি কে সিং-এর দাবি তিনি কেন্দ্র সরকারকে কোনও পরামর্শ দেবেন না গিলগিট বালতিস্তান নিয়ে। সময় আসলেই সরকার নিজে থেকে পদক্ষেপ নেবে। সেই সময়ের জন্য ভারতীয় সেনা তৈরি হয়ে রয়েছে। যেদিন সুযোগ আসবে, সেনা নিজে থেকে পদক্ষেপ করবে।  সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তানের ভোট নিয়ে প্রশ্ন তুললে ভারত সেই প্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে, গোটা জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং গিলগিট-বালতিস্তান ভীষণভাবে ভারতের অংশ। বিদেশমন্ত্রক পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আরও জানিয়েছে, পাকিস্তানের এক্ষুনি সব অবৈধভাবে নেওয়া জায়গা ছেড়ে দেওয়া উচিত এবং সব জায়গা খালি করে দেওয়া উচিত।  শনিবার থেকেই দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিওতে পাক অধিকৃত কাশ্মীরের আবহাওয়া তথ্য সম্প্রচার করার কথা ছিল। এই তথ্যে মিলত মীরপুর, মুজফফরাবাদ, গিলগিটের মতো এলাকার আবহাওয়া সংক্রান্ত তথ্য। ভারতের এই পদক্ষেপে নারাজ পাকিস্তান। ভারত দাদাগিরি করতে চাইছে বলে মত ইসলামাবাদের। গত বছর ভারতের প্রকাশ করা এক মানচিত্রে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে চিহ্নিত করা হয়, সেখানে কাশ্মীরের অংশ হিসেবে দেখানো হয় গিলগিট বালতিস্তান ও লাদাখকে।  এরই মধ্যে ইন্ডিয়ান মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট জানায় এবার থেকে পাক অধিক়ৃত কাশ্মীরের আবহাওয়ার যাবতীয় তথ্য দেওয়া হবে। কারণ তা ভারতের অংশ। নিজেদের প্রকাশিত বুলেটিনে আইএমডি জানায় এবার থেকে জম্মু- কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান ও মুজফফরাবাদের আবহাওয়ার তথ্য দেওয়া হবে। উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজজফরাবাদ ও গিলগিট বালতিস্তান পাকিস্তানের জবরদখল করা কাশ্মীরের অন্যতম অংশ।  Plan ready for Pakistan-occupied Kashmir, ready Indian Army: VK Singh   New Delhi: The whole of Kashmir is part of India.  There is no doubt about this.  Pakistan is forcibly occupying some parts of Kashmir, it needs to be stopped.  Former Army Chief and Minister of State for Road Transport VK Singh gave such a stern reply to Pakistan.  According to him, the Indian Army is ready to take any action against Pakistan-occupied Kashmir.  Just waiting for the time to implement it.   Talking about the Gilgit-Baltistan elections, VK Singh said that the government of Pakistan alone could not handle it.  The army in that country decides how the country will run.  So Pakistan has no right to talk about Gilgit-Baltistan.   The former army chief claims that no one in the whole world supports Pakistan.  On the other hand, the way India is moving forward under the leadership of Prime Minister Narendra Modi is commendable.  The world is united today under the leadership of Modi in the wake of the corona virus.   Claiming that Pakistan-occupied Kashmir was part of India, VK Singh said he had been in Kashmir for 12 years.  He understands the pulse of Kashmir.   Talking about the attack in Handwara, the former army chief said that only those who have suffered losses can say the extent of the losses.  No one outside will be allowed to comment on that.   VK Singh claims that he will not give any advice to the central government regarding Gilgit-Baltistan.  Time will tell whether the government will take action on its own.  The Indian Army is ready for that time.  When the opportunity arises, the army will act on its own.   Recently, when the Supreme Court of Pakistan questioned the vote in Gilgit-Baltistan in Pakistan-occupied Kashmir, India gave a stern response.  India has made it clear that the whole of Jammu and Kashmir, Ladakh and Gilgit-Baltistan are heavily part of India.  The Foreign Ministry further said that in the wake of Pakistan's Supreme Court ruling, Pakistan should immediately vacate all illegally occupied places and vacate all places.   Doordarshan, All India Radio was scheduled to broadcast weather information on Pakistan-occupied Kashmir from Saturday.  This information includes weather information of areas like Mirpur, Muzaffarabad, Gilgit.  Pakistan is unhappy with India's move.  Islamabad is like India wants to do grandfathering.  A map released by India last year identified Jammu and Kashmir as a union territory, with Gilgit-Baltistan and Ladakh as part of Kashmir.   Meanwhile, the Indian Meteorological Department said that from now on, all the weather information of Pakistan-occupied Kashmir will be given.  Because it is part of India.  The IMD said in a bulletin that weather forecasts for Jammu and Kashmir, Ladakh, Gilgit-Baltistan and Muzaffarabad would be provided from now on.  Muzaffarabad, the capital of Pakistan-occupied Kashmir, and Gilgit-Baltistan are part of Pakistan's forcibly occupied Kashmir.   এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময় এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে। Source : Open

Plan ready for Pakistan-occupied Kashmir, ready Indian Army: VK Singh


 New Delhi: The whole of Kashmir is part of India.  There is no doubt about this.  Pakistan is forcibly occupying some parts of Kashmir, it needs to be stopped.  Former Army Chief and Minister of State for Road Transport VK Singh gave such a stern reply to Pakistan.  According to him, the Indian Army is ready to take any action against Pakistan-occupied Kashmir.  Just waiting for the time to implement it.

 Talking about the Gilgit-Baltistan elections, VK Singh said that the government of Pakistan alone could not handle it.  The army in that country decides how the country will run.  So Pakistan has no right to talk about Gilgit-Baltistan.

 The former army chief claims that no one in the whole world supports Pakistan.  On the other hand, the way India is moving forward under the leadership of Prime Minister Narendra Modi is commendable.  The world is united today under the leadership of Modi in the wake of the corona virus.

 Claiming that Pakistan-occupied Kashmir was part of India, VK Singh said he had been in Kashmir for 12 years.  He understands the pulse of Kashmir.

 Talking about the attack in Handwara, the former army chief said that only those who have suffered losses can say the extent of the losses.  No one outside will be allowed to comment on that.

 VK Singh claims that he will not give any advice to the central government regarding Gilgit-Baltistan.  Time will tell whether the government will take action on its own.  The Indian Army is ready for that time.  When the opportunity arises, the army will act on its own.

 Recently, when the Supreme Court of Pakistan questioned the vote in Gilgit-Baltistan in Pakistan-occupied Kashmir, India gave a stern response.  India has made it clear that the whole of Jammu and Kashmir, Ladakh and Gilgit-Baltistan are heavily part of India.  The Foreign Ministry further said that in the wake of Pakistan's Supreme Court ruling, Pakistan should immediately vacate all illegally occupied places and vacate all places.

 Doordarshan, All India Radio was scheduled to broadcast weather information on Pakistan-occupied Kashmir from Saturday.  This information includes weather information of areas like Mirpur, Muzaffarabad, Gilgit.  Pakistan is unhappy with India's move.  Islamabad is like India wants to do grandfathering.  A map released by India last year identified Jammu and Kashmir as a union territory, with Gilgit-Baltistan and Ladakh as part of Kashmir.

 Meanwhile, the Indian Meteorological Department said that from now on, all the weather information of Pakistan-occupied Kashmir will be given.  Because it is part of India.  The IMD said in a bulletin that weather forecasts for Jammu and Kashmir, Ladakh, Gilgit-Baltistan and Muzaffarabad would be provided from now on.  Muzaffarabad, the capital of Pakistan-occupied Kashmir, and Gilgit-Baltistan are part of Pakistan's forcibly occupied Kashmir.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন