উত্তর সিকিম সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ

উত্তর সিকিম সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ  গ্যাংটক : করোনা আবহে এবার উত্তপ্ত ভারত-চিন সীমান্ত সম্পর্ক। উত্তর সিকিম সীমান্তে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছল দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষ। শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় সেনা ও চিনা সেনার জওয়ানরা। উল্লেখ্য এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে এর যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনা।  শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। জি নিউজের সূত্র জানাচ্ছে দুদেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন। পরে গোটা ঘটনার মীমাংসা হয়।  সেনা সূত্রে খবর নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।  এর আগে, পয়লা মে মুখোমুখি হয়নি ভারত ও চিনের সেনাবাহিনী।প্রথা মেনে প্রত্যেকবার ১ মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসের মুখোমুখি হয় ভারত ও চিনের সেনা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রত্যেকবার মুখোমুখি হয় তারা। কিন্তু এবার সম্ভবত করোনা মহামারীর জেরেই বাধা পড়েছে সেই প্রথায়। প্রত্যেকবারই লাইন অব একচুয়াল কন্ট্রোলে হয় বোর্ডের পার্সোনাল মিটিং বা বিপিএম।  সীমান্তে ৫টি পয়েন্টে এই মিটিং হয়। সেনাবাহিনীর সূত্রে জানা চিনের তরফ থেকে কোনও আমন্ত্রণ আসেনি। ভারতও হটলাইনে শুভেচ্ছা জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত যে পয়েন্টগুলোতে এই মিটিং হয় তা হল দৌলত বেগ ওল্ডি, লাদাখের চুসুল, অরুণাচলের বাম লা ও কিবিথু। এছাড়া রয়েছে সিকিমের নাথুলা।  দুই সেনাবাহিনীর মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা বার্তা হয় এই মিটিংয়ে। কোনও সংঘাত কিংবা স্থানীয় কোনও ইস্যু নিয়েও আলোচনা হয় পরস্পরের সঙ্গে।  Indo-Chinese clashes on the North Sikkim border   Gangtok: India-China border relations are hot this time in Corona.  Clashes between the two armies on the North Sikkim border almost reached the stage of clashes.  Indian and Chinese troops clashed in the Naku La sector on Saturday.  Note that there is no road transport in this area.  The Indian Army maintains its communication system by helicopter.   On Saturday, the soldiers of the two countries got involved in a sudden fight in Naku La sector.  Zee News sources said the two countries were patrolling along the border.  At that time the quarrel started.  Later it reaches the right hands.  Several soldiers from both sides were injured.  Later the whole incident was settled.   According to military sources, no clashes usually take place in Khabar Naku La sector.  Located near the Muguthang area, the sector is relatively peaceful.  However, the soldiers of the two countries suddenly got involved in this clash.  The matter has been settled.   Earlier, the armies of India and China did not face each other on May 1. According to the custom, the armies of India and China face each other on May 1, the International Workers' Day.  They face each other at different points on the border.  But this time, probably because of the Corona epidemic, the practice has been hampered.  Each time the line of actual control is a personal meeting of the board or BPM.   The meeting was held at 5 points on the border.  No invitation was received from China, according to military sources.  India has also decided to greet the hotline.  The usual points at which these meetings take place are Daulat Beg Oldi, Chusul in Ladakh, Bam La and Kibithu in Arunachal.  There is also Nathula in Sikkim.   The two armies discussed a number of issues at the meeting.  Any conflict or any local issue is also discussed with each other.   এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময় এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে। Source : Open

গ্যাংটক : করোনা আবহে এবার উত্তপ্ত ভারত-চিন সীমান্ত সম্পর্ক। উত্তর সিকিম সীমান্তে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছল দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষ। শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় সেনা ও চিনা সেনার জওয়ানরা। উল্লেখ্য এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে এর যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনা।

শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। জি নিউজের সূত্র জানাচ্ছে দুদেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন। পরে গোটা ঘটনার মীমাংসা হয়।

সেনা সূত্রে খবর নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।

এর আগে, পয়লা মে মুখোমুখি হয়নি ভারত ও চিনের সেনাবাহিনী।প্রথা মেনে প্রত্যেকবার ১ মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসের মুখোমুখি হয় ভারত ও চিনের সেনা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রত্যেকবার মুখোমুখি হয় তারা। কিন্তু এবার সম্ভবত করোনা মহামারীর জেরেই বাধা পড়েছে সেই প্রথায়। প্রত্যেকবারই লাইন অব একচুয়াল কন্ট্রোলে হয় বোর্ডের পার্সোনাল মিটিং বা বিপিএম।

সীমান্তে ৫টি পয়েন্টে এই মিটিং হয়। সেনাবাহিনীর সূত্রে জানা চিনের তরফ থেকে কোনও আমন্ত্রণ আসেনি। ভারতও হটলাইনে শুভেচ্ছা জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত যে পয়েন্টগুলোতে এই মিটিং হয় তা হল দৌলত বেগ ওল্ডি, লাদাখের চুসুল, অরুণাচলের বাম লা ও কিবিথু। এছাড়া রয়েছে সিকিমের নাথুলা।

দুই সেনাবাহিনীর মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা বার্তা হয় এই মিটিংয়ে। কোনও সংঘাত কিংবা স্থানীয় কোনও ইস্যু নিয়েও আলোচনা হয় পরস্পরের সঙ্গে।

উত্তর সিকিম সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ  গ্যাংটক : করোনা আবহে এবার উত্তপ্ত ভারত-চিন সীমান্ত সম্পর্ক। উত্তর সিকিম সীমান্তে প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছল দুদেশের সেনাবাহিনীর সংঘর্ষ। শনিবার নাকু লা সেক্টরে সংঘর্ষে জড়িয়ে পড়েন ভারতীয় সেনা ও চিনা সেনার জওয়ানরা। উল্লেখ্য এই এলাকায় সড়ক পরিবহণ নেই। হেলিকপ্টারে করে এর যোগাযোগ ব্যবস্থা চালু রাখে ভারতীয় সেনা।  শনিবার নাকু লা সেক্টরে আচমকাই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। জি নিউজের সূত্র জানাচ্ছে দুদেশই সীমান্ত বরাবর পেট্রোলিং চালাচ্ছিল। সেই সময় বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। দুপক্ষেরই কয়েকজন জওয়ান আহত হয়েছেন। পরে গোটা ঘটনার মীমাংসা হয়।  সেনা সূত্রে খবর নাকু লা সেক্টরে সাধারণত কোনও সংঘর্ষের ঘটনা ঘটে না। মুগুথাং এলাকার কাছে অবস্থিত এই সেক্টর মোটামুটিভাবে শান্তিপূর্ণ। তবে আচমকাই এই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুদেশের জওয়ানরা। বিষয়টি মিটিয়ে নেওয়া হয়েছে।  এর আগে, পয়লা মে মুখোমুখি হয়নি ভারত ও চিনের সেনাবাহিনী।প্রথা মেনে প্রত্যেকবার ১ মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবসের মুখোমুখি হয় ভারত ও চিনের সেনা। সীমান্তের বিভিন্ন পয়েন্টে প্রত্যেকবার মুখোমুখি হয় তারা। কিন্তু এবার সম্ভবত করোনা মহামারীর জেরেই বাধা পড়েছে সেই প্রথায়। প্রত্যেকবারই লাইন অব একচুয়াল কন্ট্রোলে হয় বোর্ডের পার্সোনাল মিটিং বা বিপিএম।  সীমান্তে ৫টি পয়েন্টে এই মিটিং হয়। সেনাবাহিনীর সূত্রে জানা চিনের তরফ থেকে কোনও আমন্ত্রণ আসেনি। ভারতও হটলাইনে শুভেচ্ছা জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত যে পয়েন্টগুলোতে এই মিটিং হয় তা হল দৌলত বেগ ওল্ডি, লাদাখের চুসুল, অরুণাচলের বাম লা ও কিবিথু। এছাড়া রয়েছে সিকিমের নাথুলা।  দুই সেনাবাহিনীর মধ্যে একাধিক বিষয় নিয়ে কথা বার্তা হয় এই মিটিংয়ে। কোনও সংঘাত কিংবা স্থানীয় কোনও ইস্যু নিয়েও আলোচনা হয় পরস্পরের সঙ্গে।  Indo-Chinese clashes on the North Sikkim border   Gangtok: India-China border relations are hot this time in Corona.  Clashes between the two armies on the North Sikkim border almost reached the stage of clashes.  Indian and Chinese troops clashed in the Naku La sector on Saturday.  Note that there is no road transport in this area.  The Indian Army maintains its communication system by helicopter.   On Saturday, the soldiers of the two countries got involved in a sudden fight in Naku La sector.  Zee News sources said the two countries were patrolling along the border.  At that time the quarrel started.  Later it reaches the right hands.  Several soldiers from both sides were injured.  Later the whole incident was settled.   According to military sources, no clashes usually take place in Khabar Naku La sector.  Located near the Muguthang area, the sector is relatively peaceful.  However, the soldiers of the two countries suddenly got involved in this clash.  The matter has been settled.   Earlier, the armies of India and China did not face each other on May 1. According to the custom, the armies of India and China face each other on May 1, the International Workers' Day.  They face each other at different points on the border.  But this time, probably because of the Corona epidemic, the practice has been hampered.  Each time the line of actual control is a personal meeting of the board or BPM.   The meeting was held at 5 points on the border.  No invitation was received from China, according to military sources.  India has also decided to greet the hotline.  The usual points at which these meetings take place are Daulat Beg Oldi, Chusul in Ladakh, Bam La and Kibithu in Arunachal.  There is also Nathula in Sikkim.   The two armies discussed a number of issues at the meeting.  Any conflict or any local issue is also discussed with each other.   এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময় এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে। Source : Open

Indo-Chinese clashes on the North Sikkim border


 Gangtok: India-China border relations are hot this time in Corona.  Clashes between the two armies on the North Sikkim border almost reached the stage of clashes.  Indian and Chinese troops clashed in the Naku La sector on Saturday.  Note that there is no road transport in this area.  The Indian Army maintains its communication system by helicopter.

 On Saturday, the soldiers of the two countries got involved in a sudden fight in Naku La sector.  Zee News sources said the two countries were patrolling along the border.  At that time the quarrel started.  Later it reaches the right hands.  Several soldiers from both sides were injured.  Later the whole incident was settled.

 According to military sources, no clashes usually take place in Khabar Naku La sector.  Located near the Muguthang area, the sector is relatively peaceful.  However, the soldiers of the two countries suddenly got involved in this clash.  The matter has been settled.

 Earlier, the armies of India and China did not face each other on May 1. According to the custom, the armies of India and China face each other on May 1, the International Workers' Day.  They face each other at different points on the border.  But this time, probably because of the Corona epidemic, the practice has been hampered.  Each time the line of actual control is a personal meeting of the board or BPM.

 The meeting was held at 5 points on the border.  No invitation was received from China, according to military sources.  India has also decided to greet the hotline.  The usual points at which these meetings take place are Daulat Beg Oldi, Chusul in Ladakh, Bam La and Kibithu in Arunachal.  There is also Nathula in Sikkim.

 The two armies discussed a number of issues at the meeting.  Any conflict or any local issue is also discussed with each other.


এখন বাংলা - Ekhon Bangla | খবরে থাকুন সবসময়
এখন বাংলা, বাংলার একমাত্র নির্ভীক পোর্টাল। আমরা আমাদের পাঠকদের কে সর্বদা সত্য খবর দিতে বধ্য পরিকর। স্থানীয়, রাজ্য, দেশ, দুনিয়া ও বিভিন্ন ধরনের খবর জানতে চোখ রাখুন এখন বাংলা ওয়েবসাইটে।
Source : Open
নবীনতর পূর্বতন