Telegram Group Join Now
WhatsApp Group Join Now


শুল্ক বাড়াল কেন্দ্র, সস্তা হচ্ছে না পেট্রল-ডিজেল



শুল্ক বাড়াল কেন্দ্র, সস্তা হচ্ছে না পেট্রল-ডিজেল




 জ্বালানি তেলের করের পরিবর্তন হলেও, উত্‍‌পাদন শুল্ক চাপায় তার সুফল খুচরো বাজারে পাবেন না ক্রেতারা। অর্থাত্‍‌ পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিই থাকছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, পেট্রল ও ডিজেলের উপর লিটার প্রতি যথাক্রমে ১০ ও ১৩ টাকা উত্‍‌পাদন শুল্ক চাপানো হচ্ছে। কোভিড-১৯ লকডাউনের কারণে কেন্দ্রের রাজস্বে যে ঘাটতি, তার কিছুটা পুষিয়ে নিতেই এই শুল্ক চাপানো হয়েছে। বুধবার, ৬ মে থেকেই উত্‍পাদন শুল্কের নয়া হার কার্যকর হবে। কেন্দ্রীয় এক আধিকারিক জানান, জ্বালানি তেল বিক্রি থেকে আসা রাজস্ব পরিকাঠামো ছাড়াও বিভিন্ন উন্নয়নখাতে খরচ করা হবে।




মঙ্গলবার দিনের শুরুতে দিল্লির আম-আদমি সরকার ঘোষণা করে, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের খরচ জোগাতে পেট্রল ও ডিজেলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (VAT) চাপানো হবে। প্রতি লিটারে পেট্রলে ১.৬৭ টাকা ও প্রতি লিটার ডিজেলে ৭.১০ টাকা ভ্যাট চাপায় কেজরি সরকার। যার ফলে, রাজধানীতে পেট্রল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয়ে যথাক্রমে ৭১.২৬ ও ৬৯.৩৯ টাকা। কেজরিওয়াল সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে ভারতীয় জনতা পার্টি ও কংগ্রেসের দিল্লি নেতৃত্ব।




এর কয়েক ঘণ্টার মধ্যে একই পথ অবলম্বন করে কংগ্রেস শাসিত পঞ্জাব সরকারও পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। অন্য দিকে, তেলেঙ্গানা সরকার রাজস্ব আদায়ে মদের দাম ১৬ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করে।




সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকও সরকারের ঘরে রাজস্ব তুলতে জ্বালানি তেলকেই টার্গেট করে। উত্‍‌পাদন শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়। গত মার্চ মাস থেকে এই নিয়ে দ্বিতীয় বার পেট্রল ও ডিজেলের উত্‍‌পাদন শুল্ক বাড়াল কেন্দ্র।




এর আগে ১৪ মার্চ পেট্রল-ডিজেলের উত্‍‌পাদন শুল্ক প্রতি লিটারে ৩ টাকা করে বাড়িয়েছিল কেন্দ্র। তাতে প্রতি লিটার পেট্রলে কেন্দ্রের মোট শুল্ক বেড়ে হয় ২২.৯৮ টাকা। ডিজেলের ক্ষেত্রে এই লেভির পরিমাণ প্রতি লিটারে বেড়ে হয় ১৮.৮৩ টাকা। ফলে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমলেও ভারতের খুচরো বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে।





এখন বাংলা - Ekhon Bengla | খবরে থাকুন সবসময়


Source : BanglaSonbad


নবীনতর পূর্বতন
Google News Follow Now
WhatsApp Channel Follow Now